রোববার, ২৪ নভেম্বর, ২০২৪, ঢাকা

আম বাগানে রাসেলস ভাইপার, পিটিয়ে মারলো শ্রমিকরা

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ 
প্রকাশিত: ২৪ জুন ২০২৪, ০৬:২৫ পিএম

শেয়ার করুন:

আম বাগানে রাসেলস ভাইপার, পিটিয়ে মারলো শ্রমিকরা

আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে একটি আম বাগানে রাসেলস ভাইপার সাপের দেখা মিলেছে। তবে সাপটিকে দেখামাত্র এটিকে পিটিয়ে মেরে ফেলে ওই বাগানের শ্রমিকরা। 

সোমবার (২৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে ভোলাহাট উপজেলার সদর ইউনিয়নের আলালপুর গ্রামের আম বাগানে ওই সাপটি দেখা যায়।


বিজ্ঞাপন


আরও পড়ুন: বাড়ির আঙিনায় ৫ ফুট লম্বা রাসেলস ভাইপার, এলাকাজুড়ে আতঙ্ক

আম বাগানের মালিক মিজানুর রহমান জানান, শ্রমিকরা বাগানে আম পাড়ছিল। এ সময় হঠাৎ তারা সাপটিকে দেখতে পায়। পরে তারা আতঙ্কিত হয়ে পড়ে। এ সময় তাদের হাতে থাকা লাঠি দিয়ে পিটিয়ে সাপটিকে মেরে ফেলে তারা। 

এ বিষয়ে ভোলাহাট উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশিস কুমার দেবনাথ জানান, যেহেতু ভোলাহাটে মহানন্দা নদী আছে এবং এই নদীটির পদ্মা নদীর সঙ্গে সংযোগ রয়েছে, তাই রাসেলস ভাইপার সাপ ভেসে আসতে পারে। এ সাপটি বরেন্দ্র অঞ্চলে আগে থেকেই ছিল। বর্তমানে সাপটি সারাদেশে ছড়িয়ে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: মৌলভীবাজারে বিষধর গ্রিন পিট ভাইপার উদ্ধার


বিজ্ঞাপন


ভোলাহাট উপজেলা বন কর্মকর্তা সেরাজুল ইসলাম জানান, যেহেতু এই অঞ্চলটি ভারত সীমান্তঘেষা আর ওই এলাকায় অনেক ঝোপঝাড় রয়েছে। তাই এখানে রাসেলস ভাইপার আসতে পারে। নদী দিয়েও ভেসে আসতে পারে। 

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর