শনিবার, ৬ জুলাই, ২০২৪, ঢাকা

রাসেলস ভাইপার

রাসেলস ভাইপার সাপ বাংলাদেশে চন্দ্রবোড়া বা উলুবোড়া নামেও পরিচিত। ভারতীয় উপমহাদেশের অন্যতম বিষধর সাপ এবং উপমহাদেশের প্রধান চারটি বিষধর সাপের একটি। স্কটিস সার্জন প্যাট্রিক রাসেল। ১৭৯৬ সালে তিনি এই সাপ সম্পর্কে গবেষণা করেন। তার নাম অনুসারেই এই সাপের নামকরণ করা হয় রাসেলস ভাইপার।

শেয়ার করুন: