রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

কোরবানির জন্য প্রস্তুত ১৩ গরু ও সাড়ে ৩ হাজার মুরগি পুড়ে ছাই

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশিত: ১২ জুন ২০২৪, ০১:২৩ পিএম

শেয়ার করুন:

loading/img

মাদারীপুরের শিবচরে খামারে আগুন লেগে ১৩টি কোরবানির গরু ও মুরগির খামারের সাড়ে ৩ হাজার মুরগি পুড়ে গেছে।

মঙ্গলবার (১২ জুন) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার উমেদপুর ইউনিয়নের কালিখোলা এলাকার মিলন মুন্সির খামারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


শিবচর থানার ওসি সুব্রত গোলদার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

ঘুমন্ত স্ত্রী-ছেলের শরীরে পেট্রোল ঢেলে আগুন, ছয়দিন পর স্ত্রী মৃত্যু

স্থানীয়রা জানান, গরুর খামারে প্রথমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই খামারে ১৪টি গরু বাধা ছিল। আগুনের টের পেয়ে রশি কেটে দিলে একটি গরু ছুটে যায়। কিন্তু মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে খামারে থাকা বাকি ১৩টি গরু পুড়ে যায়। এ সময় আগুন দ্রুত ছড়িয়ে পড়লে পাশের খামারের আরও সাড়ে ৩ হাজার মুরগি মারা গেছে।

1618028582044


বিজ্ঞাপন


খামারের মালিক মিলন মুন্সি বলেন, গত বছর গরুগুলো কিনেছি। এ বছর কোরবানিতে বিক্রি করার জন্য গরুগুলো প্রস্তুত করা হয়েছিল। আমি অনেক কষ্ট করে তিলতিল করে গরুগুলোকে লালন পালন করেছি। বর্তমান বাজারমূল্যে গরুর খাবারের অনেক চড়া মূল্য।

তিনি বলেন, খাদ্যের চড়া মূল্য থাকার পরও কিছুটা লাভের আশায় আমরা গরুগুলোকে পালন করেছি। আজকে বিভিন্ন গরুর হাটে গরুগুলোকে বিক্রির জন্য নেওয়ার কথা ছিল। কিন্তু রাতেই অগ্নিকাণ্ডে গরুর খামারের ১৩টি গরু এবং পাশে মুরগির খামারে প্রায় সাড়ে তিন হাজার মুরগি পুড়ে মারা গেছে।

image_95924_1718174678

ওসি সুব্রত গোলদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর