শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪, ঢাকা

নওগাঁয় ১০১ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশিত: ০৯ জুন ২০২৪, ০২:৩৫ পিএম

শেয়ার করুন:

নওগাঁয় ১০১ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

নওগাঁর নিয়ামতপুর উপজেলা থেকে ১০১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

জব্দ করা গাঁজার আনুমানিক মূল্য ২০ লাখ ২০ হাজার টাকার। এ সময় জব্দ করা হয় একটি কাভার্ট ভ্যান।


বিজ্ঞাপন


রোববার (৯ জুন) দুপুরে ডিবি কার্য়ালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান।

আরও পড়ুন

লাখ টাকার হেরোইনসহ নারী মাদক কারবারি আটক

এর আগে শনিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার সান্তোষপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- নিয়ামতপুর উপজেলার সন্তোষপাড়া গ্রামের নাজির উদ্দিন মন্ডলের ছেলে টুয়েল মন্ডল ও বাহ্মমবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার রুপসদী (পশ্চিম) এলাকার মোহন মিয়ার ছেলে সুমন বাপ্পি (৩৫)।


বিজ্ঞাপন


thumbnail_Pic-1

সংবাদ সম্মেলনে গাজিউর রহমান জানান- গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে চন্দননগর ইউনিয়নের সান্তোষপাড়া গ্রামে মোকলেছার নামে এক ব্যাক্তির পুকুরের আশেপাশে একটি কাভার্ট ভ্যানযোগে গাঁজা পরিবহন করে হস্তান্তর করা হবে। এমন সংবাদের ভিত্তিতে ছাতড়া বাজার থেকে সান্তোষপাড়াগামী পাকা রাস্তার ওপর পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ১০ থেকে ১২ জন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় সুমন বাপ্পি ও টুয়েল মন্ডলকে গ্রেফতার করা হয়।

পরে কাভার্টভ্যান তল্লাশি করে ৪টি পাটের বস্তা থেকে ৩৪ পোটলা গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২০ লাখ ২০ হাজার টাকা।

আরও পড়ুন

সবজি বোঝাই ট্রাক থেকে ৪৪৮ বোতল ফেনসিডিল জব্দ, গ্রেফতার ২

তিনি আরও জানান- প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামিরা স্বীকার করেন গাঁজার চালানটি কুমিল্লা থেকে নওগাঁর ছাতড়া এলাকায় বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন তারা।

আদালতের মাধ্যমে গ্রেফতার ব্যক্তিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসা করা হবে। এর সঙ্গে আর কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া পাশাপাশি পলাতক আসামিদের ধরতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা হাশমত আলীসহ ডিবি পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর