মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

লাখ টাকার হেরোইনসহ নারী মাদক কারবারি আটক

জেলা প্রতিনিধি, মেহেরপুর
প্রকাশিত: ০৮ জুন ২০২৪, ০৫:০২ পিএম

শেয়ার করুন:

loading/img

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি বেলেপাড়া মাঠে অভিযান চালিয়ে লাখ টাকার হেরোইনসহ রোজিনা খাতুন (২৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব।

শুক্রবার (৭ জুন) বিকেলে র‍্যাব-১২ মেহেরপুরের গাংনী ক্যাম্পের একটি টিম তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ১০ গ্রাম হেরোইন।


বিজ্ঞাপন


রোজিনা খাতুন গাংনী উপজেলার চিতলা খালপাড়ার হাসিবুল ইসলামের স্ত্রী। তাকে মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন ও ৫ লাখ টাকাসহ সহোদর গ্রেফতার

র‍্যাব-১২ গাংনী ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আবুল হাসেম সবুজ জানান, রোজিনা দীর্ঘদিন প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবার করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার হেফাজতে থাকা ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ১ লাখ টাকা।

তিনি বলেন, রোজিনাকে মেহেরপুর সদর থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর