সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

রামপালে পিকআপের ধাক্কায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থী নিহত

জেলা প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশিত: ২৫ মে ২০২৪, ১২:৩২ পিএম

শেয়ার করুন:

loading/img

বাগেরহাটের রামপালে নিয়ন্ত্রণহীন পিকআপের ধাক্কায় শোভা খাতুন (৯) নামের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে।

শনিবার (২৫ মে) সকালে রামপাল মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত শোভা উপজেলার শ্রীফলতলা এলাকার মো. আলমগীর হোসেনের মেয়ে ও পাশ্ববর্তী শ্রীফলতলা কিন্ডারগার্টেনের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

আরও পড়ুন

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, শনিবার (২৫ মে) সকালে মায়ের সঙ্গে প্রাইভেট পড়ার জন্য হেঁটে রামপালের দিকে যাচ্ছিল। তারা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে পৌঁছালে পেছন দিক থেকে ঘাতক পিকআপ এসে শোভাকে ধাক্কা দিয়ে ফেলে পালিয়ে যায়। পিকআপের ধাক্কায় শোভা রাস্তার ওপর পড়ে গুরুতর জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

রামপাল থানার ওসি (তদন্ত) বিধান বিশ্বাস নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে রামপাল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘাতক পিকআপটি হেফাজতে নেয়। নিয়ন্ত্রণহীন পিকআপ চালককে আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন