মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল
প্রকাশিত: ২৫ মে ২০২৪, ১১:১২ এএম

শেয়ার করুন:

loading/img

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পৌলী এলাকায় সড়ক দুর্ঘটনায় একটি কাভার্ডভ্যানের চালক ও হেলপার নিহত হয়েছেন।

শনিবার (২৫ মে) সকালে কালিহাতী উপজেলার পৌলী এলাকায় ব্রিজের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে। এতে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।


বিজ্ঞাপন


আরও পড়ুন

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মীর মোহাম্মদ সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের পৌলী ব্রিজের দক্ষিণ পাশে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান একটি লরির পেছনে ধাক্কা দেয়। এতে কাভার্ডভানের সামনের অংশটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই কাভার্ডভ্যানের চালক ও হেলপার নিহত হন। দুর্ঘটনার ফলে ঢাকাগামী লেনে কিছুটা যানজট হলে তাৎক্ষণিক সেটি স্বাভাবিক করেন পুলিশ।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর