সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

নওগাঁয় অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশিত: ১৯ মে ২০২৪, ০৬:৫২ পিএম

শেয়ার করুন:

loading/img

নওগাঁর পোরশায় অটোরিশার ধাক্কায় লালচাঁন ইসলাম নামের সাত বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় অটোরিকশা জব্দ ও চালক আবুল কালামকে আটক করেছে পুলিশ।

রোববার (১৯ মে) দুপুর ২টার দিকে উপজেলার কপালী মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুটি উপজেলার নিতপুর মনোহরপুর গ্রামের রুবেল ইসলামের ছেলে।


বিজ্ঞাপন


আটককৃত অটোরিকশার চালক আবুল কালাম (৪৫) নওগাঁ সদরের ভিমপুর সোনারপাড়া গ্রামের এলাহী বক্সের ছেলে।

জানা গেছে, দুপুরের পরে রুবেল ইসলাম তার ছেলে লালচাঁনকে সাথে নিয়ে কপালী মোড় পোশাকসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্যে আসেন। এসময় রাস্তা পারাপারের সময় মাসুদ বিড়ি বহনকারি একটি অটোরিশার লালচাঁনকে ধাক্কা দেয়। এতে লালচাঁন গুরুত্বর আহত হয়ে রাস্তার ওপর ছিটকে পড়ে যায়। ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয়রা পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান জানান, সংবাদ পেয়ে অটোরিশার চালক আবুল কালামকে আটকসহ অটোরিশাটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন