সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

ব্রিজের নিচে নবজাতকের কান্না, উদ্ধার করলো স্থানীয়রা

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২৪, ০৭:৫৮ পিএম

শেয়ার করুন:

ব্রিজের নিচে নবজাতকের কান্না, উদ্ধার করলো স্থানীয়রা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার একটি ব্রিজের নিচে কান্না করছিল নবজাতক এক ছেলে শিশু। এই কান্নার শব্দ শুনে শিশুটিকে উদ্ধার করেছে স্থানীয়রা।

বুধবার (৩ এপ্রিল) উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের ছোট অভিরামপুর (৩ মাথা মোড়) নামক স্থানের ব্রিজের নিচ থেকে ওই শিশুকে উদ্ধার করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বিষয়টি নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


আরও পড়ুন: শিশুটি ঘুমিয়ে, জানেই না মা নেই

স্থানীয়রা জানান, বুধবার সকালের দিকে হঠাৎ করে শিশুর কান্না শুনতে পাওয়া যায়। তখন খোঁজাখুঁজি করে ব্রিজের নিচে শিশুটিকে দেখা যায়। ওই মুহূর্তে এ নবজাতককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ শিশুকে দত্তক নিতে অনেকে আগ্রহ প্রকাশ করেছে।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন আক্তার জিতি বলেন, শিশুটিকে যত্নসহকারে সেবা দেওয়া হচ্ছে। এখন সে সুস্থ রয়েছে।

আরও পড়ুন: চোর বলায় শিশুকে হত্যা


বিজ্ঞাপন


গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বলেন, কে বা কারা এই নবজতাক শিশুকে ফেলে রেখে গেছেন, সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর