রাজশাহীর গোদাগাড়ীতে ৫০ গ্রাম হেরোইনসহ তরিকুল ইসলাম (৪২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
শুক্রবার (১০ নভেম্বর) দিবাগত সন্ধ্যা ৭টার দিকে উপজেলার উজানপাড়া বাইপাস মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
শনিবার (১১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ও মিডিয়া মুখপাত্র রফিকুল আলম এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতার তরিকুল ইসলাম উপজেলার মাদারপুর এলাকার আলতাফ হোসেনের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (১০ নভেম্বর) সন্ধ্যায় মাদক উদ্ধারে নিয়োজিত ছিল জেলার গোয়েন্দা পুলিশের একটি টিম।
এসময় উজানপাড়া বাইপাস মোড়ে আসাদুজ্জামানের চা দোকানের সামনের পাকা রাস্তার ওপর একজন মাদক কারবারিকে হেরোইন নিয়ে অবস্থান করছেন বলে জানতে পারে ডিউটিরত গোয়েন্দা পুলিশের ওই সদস্যরা।
বিজ্ঞাপন
এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালানোর চেষ্টা করলে তরিকুল ইসলামকে গ্রেফতার করা হয়।
এসময় তার দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির সামনের ডান কোচের মধ্য থেকে একটি সাদা স্বচ্ছ পলিথিনে রক্ষিত বাদামি বর্ণের গুড়া পদার্থ পাওয়া যায়। সেটি ৫০ গ্রাম হেরোইন।
অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ও মিডিয়া মুখপাত্র রফিকুল আলম বলেন, গ্রেফতার আসামির বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এ একটি মামলা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান থাকবে।
প্রতিনিধি/এসএস