রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

মাদারীপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৩, ০৮:৪৮ পিএম

শেয়ার করুন:

loading/img

মাদারীপুরের কালকিনিতে পুকুরে ডুবে অরিদ্র মুন্সি নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার আলীনগর ইউনিয়নের সস্তাল এলাকায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


ঘটনার সত্যতা নিশ্চিত করেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান।

অরিদ্র মুন্সি ওই এলাকার অনুপ মুন্সির ছেলে।

স্থানীয়দের বরাতে ওসি জানায়, বুধবার দুপুরে অরিদ্র মুন্সি বাড়ির পাশের একটি পুকুরের পাশে খেলছিল। খেলার একপর্যায়ে হঠাৎ করেই সে পানিতে পড়ে যায়। এসময় শিশুটিকে তার মা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করেন। পরে স্থানীয়রা পুকুর থেকে অরিদ্রকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন, পুকুরের পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। বিষয়টি দুঃখজনক।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন