সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

পরিবারের অভিযোগে যুবকের কারাদণ্ড

জেলা প্রতিনিধি: নওগাঁ
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৩, ০৬:৫৪ পিএম

শেয়ার করুন:

পরিবারের অভিযোগে যুবকের কারাদণ্ড

নওগাঁর রাণীনগরে মাদক সেবনের অপরাধে নাহিদ পারভেজ (২৮) নামে এক যুবককে ১১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৩ আগস্ট) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হুসেইন এ কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত নাহিদ উপজেলার চক কুতুব গ্রামের মোজাম্মেল হকের ছেলে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: ‘জিন’ তাড়ানোর নামে বেত্রাঘাতে হাসপাতালে নারী, কবিরাজ গ্রেফতার

ইউএনও শাহাদাত হুসেইন জানান, দীর্ঘদিন ধরে নাহিদ পারভেজ হেরোইনসহ বিভিন্ন মাদক সেবন করে আসছিল। মাঝে মধ্যেই মাদক সেবনের টাকা না পেয়ে বাড়ির অনেক ক্ষয়ক্ষতিও করেন। তার পরিবারের পক্ষ থেকে এমন অভিযোগ করা হয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার দুপুরে তাকে আটক করা হয়। এ সময় মাদক সেবনের সত্যতা পাওয়ায় নাহিদ পারভেজকে ভ্রাম্যমাণ আদালতে ১১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

আরও পড়ুন: নওগাঁয় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, নাহিদ পারভেজকে দুপুরেই কারাগারে পাঠানো হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর