সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

বগুড়ায় বাস-পিকআপভ্যান সংঘর্ষ, নিহত ১

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৮ আগস্ট ২০২৩, ০৫:২৬ পিএম

শেয়ার করুন:

loading/img

বগুড়ার নন্দীগ্রামে যাত্রীবাহী বাস ও পিকআপভ্যানের সংঘর্ষে আজ্ঞাতনামা পিকআপ ভ্যানচালক নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত আরও ৭ জন।

মঙ্গলবার (৮ আগষ্ট) সকাল ৮টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম সরকারি মহিলা কলেজ এলাকায় দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম পিকআপ ভ্যানচালককের মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে বৃষ্টির মধ্যে নন্দীগ্রাম সরকারি মহিলা কলেজ এলাকায় নওগাঁগামী সোহাগ পরিবহনের যাত্রীবাহী একটি বাস ও নাটোরগামী পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপভ্যানের চালকসহ সাতজন আহত হন। নন্দীগ্রাম ফায়ারসার্ভিসের সদস্যরা পিকআপভ্যানের চালকসহ গুরুতর আহত পাঁচজনকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এসময় কর্তব্যরত চিকিৎসক আজ্ঞাতনামা পিকআপভ্যান চালককে মৃত ঘোষণা করেন।

কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্বাস আলী বলেন, বাস ও পিকআপভ্যানটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন