রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

পাট ক্ষেতে মিলল অর্ধগলিত মরদেহ

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৮ জুলাই ২০২৩, ০১:০৫ পিএম

শেয়ার করুন:

loading/img

বগুড়ার শিবগঞ্জে পাটক্ষেত থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৮ জুলাই) বেলা ১১টার দিকে পুলিশ মোকামতলা ইউনিয়নের খামারপাড়া গ্রামের একটি পাটক্ষেত থেকে মরদেহ উদ্ধার করে।


বিজ্ঞাপন


শিবগঞ্জ থানার মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক আশিক ইকবাল এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের নাম আব্দুল বাছেদ (৫০)। তিনি শিবগঞ্জ পৌর এলাকার রাঙ্গামাটিয়া গ্রামের মৃত সিফাত উল্লাহের ছেলে। তিনি শিবগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসে নকল নবিশ হিসেবে কাজ করতেন।

পুলিশ পরিদর্শক আশিক ইকবাল জানান, শনিবার সকালে পাট ক্ষেত থেকে দুর্গন্ধ বের হলে গ্রামের লোকজন পাটক্ষেতের ভিতরে মরদেহের সন্ধান পান। পরে পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহের পচন ধরায় চেহারা বিকৃত হয়ে গেছে। মরদেহ উদ্ধারের খবর পেয়ে রাঙ্গামাটিয়া গ্রামের আব্দুল বাছেদের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেন। তারা জানান, বাছেদ গত মঙ্গলবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন।


বিজ্ঞাপন


টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন