বগুড়ার দুপচাঁচিয়ায় বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই মাসুম মন্ডলের (৩৪) মৃত্যু হয়েছে।
বুধবার (২৮ জুন) রাত পৌনে ৯টায় উপজেলার সিও অফিস বাসস্ট্যান্ড এলাকার ট্রাকচালক সমিতি অফিসের সামনে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত মাসুম মন্ডল পৌর এলাকার ডিমশহর তালুকদারপাড়া মহল্লার সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেনের ছেলে এবং উপজেলা সম্মিলিত ট্রাকচালক সমিতির পিয়ন ছিলেন।
জানা গেছে, ঘটনার আগে নিহতের বড় ভাই শহীদ হাসান মন্ডল সুইটের (৩৫) সঙ্গে মাসুমের পারবারিক কোন্দলের জেরে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এর এক পর্যায়ে সুইট তার কাছে থাকা ছুরি দিয়ে মাসুমের বুকে আঘাত করে। মাসুম গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় লোকজন সুইটকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে আটক করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (শজিমেক) পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রতিনিধি/এসএস