পঞ্চগড়ের বোদা উপজেলায় এক অজ্ঞাত গাড়ির ধাক্কায় মিনতী বালা (৬৩) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
বুধবার (২১ জুন) রাতে পঞ্চগড়ের বোদা উপজেলার পাথরাজ এলাকায় পঞ্চগড়-ঢাকা জাতীয় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
বোদা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
নিহত নারী মিনতী বালা বোদা উপজেলার ময়দানদীঘি ইউনিয়নের পাথরাজ আরাজী পীর মামুদ এলাকার মৃত পেলকু বর্মনের স্ত্রী।
হাইওয়ে পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, বুধবার রাতে মিনতি বালা নামে ওই বৃদ্ধা বাড়ির পাশের পঞ্চগড় ঢাকা মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় পঞ্চগড় থেকে ঢাকাগামী একটি দ্রুতগামী গাড়ি তাকে সজোরে ধাক্কা দিলে মাথায় গুরুতর আঘাত পেয়ে মহাসড়কে ছিটকে পড়েন তিনি। পরে গাড়ির চাকা ওই বৃদ্ধার মাথার উপর দিয়ে গেলে তার মাথা থেতলে যায়।
এসময় অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে বোদা হাইওয়ে পুলিশ, বোদা ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় নিহত মরদেহ উদ্ধার করা হয়। তবে বাস বা ট্রাক কোন ধরনের গাড়ি ছিল তা শনাক্ত করতে পারেনি স্থানীয়রা।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস