শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

ট্যুরিজম এক্সপোতে ভ্রমণপিপাসুদের টানছে ইউএস বাংলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২২, ১০:০৮ পিএম

শেয়ার করুন:

ট্যুরিজম এক্সপোতে ভ্রমণপিপাসুদের টানছে ইউএস বাংলা

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলমান ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এক্সপো’তে বিভিন্ন অফার দিচ্ছে দেশের বৃহৎ ও জনপ্রিয় এয়ারলাইন্স প্রতিষ্ঠান ইউএস-বাংলা। অফার নিতে প্রতিষ্ঠানটির স্টলে যেন মানুষের ঢল নেমেছে। শুক্রবার (২ ডিসেম্বর) দ্বিতীয় দিনের মতো চলা এক্সপোতে এই চিত্র দেখা গেছে।

আরও পড়ুন: বিমানবন্দরে ফেসিয়াল রিকগনিশন চালু, লাগবে না বোডিং পাস


বিজ্ঞাপন


শুক্রবার বিকেলে সরেজমিনে দেখা গেছে, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মানুষের উপচেপড়া ভিড়। মেলায় ভারত, মালয়েশিয়া, ভুটান, নেপাল, মালদ্বীপ, ওমান, শ্রীলঙ্কা, তুরস্ক, আজারবাইজান, কোরিয়া, ভিয়েতনাম, সিঙ্গাপুর, সংযুক্ত আরব-আমিরাতসহ ১৫টিরও বেশি দেশ থেকে বিমান পরিবহন, ট্যুর অপারেটর, হোটেল, হাসপাতাল, রিসোর্ট, অনলাইন ট্রাভেল এজেন্সিসহ পর্যটন খাতের বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

আরও পড়ুন:  ইউএস-বাংলার বহরে যোগ হলো নতুন এয়ারক্রাফট

মেলায় পর্যটকদের ভ্রমণ প্যাকেজে মূল্যছাড়সহ বিভিন্ন সুযোগ-সুবিধা দিচ্ছে ট্যুর অপারেটর ও এয়ারলাইন্স প্রতিষ্ঠানগুলো। বিভিন্ন অফার পেয়ে অনেকে বুকিং দিচ্ছেন। কেউ কেউ বিভিন্ন গন্তব্যের জন্য ফ্লাইটের টিকিট কিনছেন। সবথেকে বেশি ভিড় দেখা গেছে ইউএস-বাংলার স্টলে। স্টলে দায়িত্বরত কর্মীরাও ব্যস্ত ভ্রমণপিপাসুদের আকর্ষণ করতে।

us banglaএক্সপোতে ঢাকা টু কক্সবাজারে মাত্র নয় হাজার ৯৯৯ টাকায় ভ্রমণের সুযোগ দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। প্যাকেজের আওতায় থাকবে ঢাকা-কক্সবাজার-ঢাকা রিটার্ন টিকিট, এয়ারপোর্ট থেকে হোটেল পর্যন্ত পরিবহন সুবিধা এবং সকালে বুফে ব্রেকফাস্ট। এছাড়াও অভ্যন্তরীণ রুটের টিকিটে ১৫ শতাংশ ও আন্তর্জাতিক রুটে ১০ শতাংশ ছাড় দিচ্ছে প্রতিষ্ঠানটি।


বিজ্ঞাপন


আরও পড়ুন: কম খরচে বিমানের টিকিট কাটার উপায়

এদিকে মেলায় বিভিন্ন দেশের এয়ার টিকিটে ১৫ শতাংশ ছাড় দিচ্ছে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স। ঢাকা টু কাঠমান্ডু, কলকাতা, দিল্লি, আবুধাবি, শারজাহ, দুবাই, দোহা, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক যাত্রায় এ ছাড় পাওয়া যাচ্ছে।

us bangla

কর্মকর্তারা জানান, মেলায় অংশগ্রহণকারীরা আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ বিমানের নিজস্ব স্টলে এসে অফার উপভোগ করতে পারবেন।

আরও পড়ুন: বিমানবালা: শারীরিক সৌন্দর্য নাকি যোগ্যতা জরুরি

বৃহস্পতিবার তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এক্সপো’ শুরু হয়। অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) এ মেলার আয়োজন করেছে। আয়োজনের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে দেশের আকাশে সদ্য ডানা মেলা এয়ারলাইন্স প্রতিষ্ঠান এয়ার অ্যাস্ট্রা, কো-স্পন্সর হিসেবে রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। আগামীকাল শনিবার (৩ ডিসেম্বর) মেলার শেষ দিন।

টিএই/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর