অমর একুশে বইমেলায় আসছে উদীয়মান তরুণ লেখক আমিনুল ইসলাম হুসাইনী'র ‘কুরআনে বর্ণিত পশু-পাখির গল্প'। লেখকের ভাষায়, কুরআন তথাকথিত কোনো গল্পের বই নয়; এটা মানবজাতির সংবিধান। শিক্ষা ও প্রশিক্ষণ প্রদানকারী ঐশীগ্রন্থ। তবে মহান আল্লাহ পবিত্র কুরআনে এমন কিছু উত্তম কাহিনি বা ঘটনা বর্ণনা করেছেন, যা পৃথিবীর সব কালের সব মানুষের জন্যে শিক্ষনীয়। সেসব কাহিনিতে রয়েছে উপদেশ ও জ্ঞান। যা অন্য কাহিনিতে নেই। কিন্তু আমাদের ছোট্ট সন্তানরা কুরআন থেকে এই শিক্ষণীয় উত্তম কাহিনিগুলো খুঁজে বের করতে পারবে না। তেমনি সঠিক মর্মার্থও উপলব্ধি করতে পারবে না।
তাই লেখক তাদের মননের প্রতি খেয়াল রেখে পবিত্র কুরআনে বর্ণিত বিভিন্ন পশু-পাখির গল্প বাছাই করেছেন। ছোটদের কাছে তাদের ভাষায় গল্পগুলো বলার চেষ্টা করেছেন।
বিজ্ঞাপন
লেখক যে তার প্রচেষ্টায় সফল হয়েছেন, তা প্রমাণিত হয়েছে শিশু সাহিত্যিক মাসউদুল কাদিরের কলমে। তিনি এই বইয়ের ফ্ল্যাপে লিখেছেন আমিনুল ইসলাম হুসাইনী উদীয়মান তরুণ লেখক। কুরআনের গল্প নিয়ে দারুণ গবেষণা করেছেন। নিজেকে বর্ষীয়ান লেখকদের সঙ্গে তুলনায় আনতে বাধ্য করেছেন। তার লেখা শিশুদের হৃদয়ে আনন্দ যোগায়। তাছাড়া সব বয়সী পাঠককেই আন্দোলিত করে।
তিনি লিখেন- আমরা একটি নতুন পৃথিবী বিনির্মাণ করতে চাই। নতুন মিছিলে আগতদের নিয়ে কাজ করতে চাই। বুদ্ধি ও চিন্তায় আদর্শ মানুষ গড়তে চাই। আমিনুল ইসলাম হুসাইনীর 'আল কুরআনে পশুপাখির গল্প' কিছুটা হলেও পূরণ করতে সমর্থ হবে বলেই আমি আশাবাদী।
কুরআনে বর্ণিত পশুপাখির গল্প বইটি প্রকাশ করেছে শিশুরাজ্য প্রকাশন।
বিজ্ঞাপন
বইমেলা স্টল নং: ৮৫০-৮৫১
পৃষ্ঠা সংখ্যা: ৮০
মুদ্রিত মূল্য: ১৮০
জেবি