images

তথ্য-প্রযুক্তি

এসব লক্ষণ দেখলে বুঝবেন আপনার ফোনে কেউ আড়ি পেতেছে

তথ্যপ্রযুক্তি ডেস্ক

০৯ অক্টোবর ২০২৪, ০৯:৫৬ এএম

স্মার্টফোনে আড়িপাতার ঘটনা বেড়েছে চলেছে। কেননা, ফেসবুক মেসেঞ্জার কিংবা হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস হওয়ার ঘটনা বেড়েই চলেছে। সাইবার হ্যাকাররা ফোনে আড়ি পেতে আপনার হাড়ির খবর জেনে যাচ্ছে। এতে করে আপনার ব্যক্তিগত নিরাপত্তা যেমন বিঘ্নিত হচ্ছে, তেমনি ব্যাংক অ্যাকাউন্টের অর্থও লোপাট হওয়ার আশঙ্কা থাকছে। তাই সতর্ক থাকা জরুরি। এখন প্রশ্ন হলো, কীভাবে বুঝবেন আপনার ফোনে গোপনে আড়ি পেতেছে? 

আরও পড়ুন: একটি ফোন নম্বর দিয়ে কয়টি ফেসবুক অ্যাকাউন্ট খোলা যায়?

আপনার ফোনে কেউ আড়ি পাতলে বেশ কিছু লক্ষণ দেখা যাবে। এসব লক্ষণ দেখেই বুঝে নিতে হবে ফোনে কেউ আড়ি পেতেছে। 

ari

ফোনে আড়ি পাতলে যেসব লক্ষণ দেখা যায়-

আপনার ফোনে কি কেউ আড়ি পাতছে ? কী করে জানবেন? আপনার সঙ্গে প্রিয় মানুষের কথা, কিংবা অফিসের কনফিডেন্সিয়াল কথা কি শুনছে তৃতীয় কেউ? বিশেষজ্ঞরা বলছেন, জানতে পারবেন আপনিও। কিছু লক্ষণেই যায় বোঝা যায়।

আরও পড়ুন: ফোনে ব্লক করা নম্বর থেকে কল, এসএমএস এসেছে কিনা বুঝবেন যেভাবে

ari-pata

১. কথা বলার সময় এমন কোনও শব্দ কানে আসছে যা অন্য কোথাওকার।
২. ক্যামেরা বা মাইক্রোফোন চালু হয়ে যাচ্ছে নিজে থেকেই, যা আপনি বন্ধ করতে পারছেন না।

de
৩. আপনার ফোনের ব্যাটারি স্বাভাবিকের চেয়ে দ্রুত নিঃশেষ হচ্ছে?
৪. আপনি  অত ব্যবহার করছেন না, অথচ ডেটাপ্যাক খরচ হয়ে যাচ্ছে হু হু করে।

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে ব্লক খেয়েছেন? এই সহজ উপায়ে আনব্লক হতে পারেন

৫. আপনি অপরিচিত পাসওয়ার্ড রিসেট বা অ্যাকাউন্ট সাইনআপ সম্পর্কে ই-মেইল পেতে পারেন।

এজেড