বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ঢাকা

ফোনে ব্লক করা নম্বর থেকে কল, এসএমএস এসেছে কিনা বুঝবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৪, ০২:২৪ পিএম

শেয়ার করুন:

ফোনে ব্লক করা নম্বর থেকে কল, এসএমএস এসেছে কিনা বুঝবেন যেভাবে

অনেক সময় বিরক্ত হয়ে কলারকে ব্লক করেন স্মার্টফোন ব্যবহারকারী। এই ব্লক করা নম্বর থেকেও কল এবং এসএমএস আসতে পারে। আপনি যদি জানতে চান ব্লক করা নম্বর থেকে আপনাকে কেউ কল বা মেসেজ করেছে কিনা, তাহলে সেটা এখন জেনে নেওয়া খুব সহজ।

এর জন্য প্রত্যেকটি ফোনে আলাদা আলাদা পদ্ধতি রয়েছে। আপনার যদি শাওমি স্মার্টফোন তাহলে আপনি কি পদ্ধতি ফলো করবেন দেখে নিন। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে ব্লক খেয়েছেন? এই সহজ উপায়ে আনব্লক হতে পারেন

এর জন্য সবার প্রথমে আপনাকে ফোনের  Security App-এ যেতে হবে। এরপর ব্লকলিস্ট অপশনে যান। এখানে আপনি দুটি অপশন দেখতে পারবেন - Calls আর SMS।

chek

আপনি যদি  Calls-এ ক্লিক করেন তাহলে আপনি কল লগ দেখতে পাবেন ব্লক নম্বরদের কল লগ। আর SMS-এ ক্লিক করলে দেখতে পারবেন ব্লক নম্বর থেকে আশা মেসেজগুলো।


বিজ্ঞাপন


আর আপনি যদি কোনও নম্বরকে ব্লক করতে চান তাহলে - প্রথমে  Security App-এ যান, তারপর ব্লকলিস্ট অপশনে যান। ব্লকলিস্টের নিচে Add অপশন দেখতে পাবেন। এতে টাচ করে আপনি যে নম্বর অ্যাড করতে চান সেটা দিয়ে দিন। ব্লক হয়ে যাবে সেই নম্বরটি।   

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর