বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪, ঢাকা

টিপস

একটি ফোন নম্বর দিয়ে কয়টি ফেসবুক অ্যাকাউন্ট খোলা যায়?

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৪, ১১:২৫ এএম

শেয়ার করুন:

facebook account

মেটার মালিকানাধীন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। এই প্ল্যাটফর্ম ব্যবহারকারীর সংখ্যা কয়েক শ কোটি। ফেসবুক আইডি বা প্রোফাইল খুলতে লাগে ফোন নম্বর ও ই-মেইল অ্যাড্রেস। অনেকের মনেই প্রশ্ন একটি ফোন নম্বর দিয়ে কয়টি ফেসবুক অ্যাকাউন্ট খোলা যায়? জানুন এই প্রশ্নের উত্তর। 

আরও পড়ুন: ফেসবুক লক প্রোফাইলের ছবি দেখার উপায়


বিজ্ঞাপন


একটি অ্যাকাউন্ট দিয়ে একাধিক ফেসবুক প্রোফাইল খোলা যাবে

একটি প্রাথমিক অ্যাকাউন্ট ব্যবহার করে সর্বোচ্চ চারটি ফেসবুক প্রোফাইল তৈরির সুযোগ চালু হচ্ছে। ফলে প্রাথমিক অ্যাকাউন্টের পরিচয় বা ক্রেডেনশিয়ল (ইউজার নেম, পাসওয়ার্ড) ব্যবহার করে অন্য প্রোফাইলে ঢোকা যাবে।  তবে প্রোফাইলগুলোর নাম (ইউজার নেম) আলাদা হবে। এক ব্লগ বার্তায় ফেসবুক এ তথ্য জানিয়েছে।

fb3

ফেসবুকের তথ্য মতে,  ফেসবুক ব্যবহারকারীরা ব্যক্তিগত প্রয়োজনে বা পরিবারের সদস্যদের জন্য, প্রাতিষ্ঠানিক কাজের জন্য বা বন্ধুদের জন্য আলাদা আলাদা প্রোফাইল তৈরি করতে পারবেন। একটি অ্যাকাউন্ট দিয়ে আলাদা আলাদা প্রোফাইল খুললে লগআউট না করেই অন্য প্রোফাইল চালু করা যাবে। ‘প্রোফাইল সুইচিং’ করে সহজেই একটা থেকে অন্য প্রোফাইলে ঢোকা যাবে। প্রতিটি প্রোফাইলের ফিডও আলাদা হবে। প্রতিটি প্রোফাইল পছন্দমতো সাজিয়ে নেওয়া যাবে। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: ফোনে ব্লক করা নম্বর থেকে কল, এসএমএস এসেছে কিনা বুঝবেন যেভাবে

fb

একটি ফোন নম্বর দিয়ে কয়টি ফেসবুক অ্যাকাউন্ট খোলা যায়?

ফেসবুক তাদের ব্যবহারকারীদের সুবিধার্থে চারটি অ্যাকাউন্ট খোলার সুযোগ দেয়। এর মধ্যে একটি অ্যাকাউন্ট প্রধান। এই প্রধান অ্যাকাউন্টের অধীন আরও তিনটি অ্যাকাউন্ট পরিচালনার সুযোগ পাবেন। প্রধান অ্যাকাউন্টে লগইন করে বাকি তিন অ্যাকাউন্টে সুইচ করা যাবে। সেক্ষেত্রে ফোন নম্বর লাগবে একটিই। অর্থাৎ একটি ফোন নম্বর দিয়ে এখন চারটি ফেসবুক অ্যাকাউন্ট খোলার সুযোগ থাকছে। 

এজেড 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর