images

ফুটবল

রোনালদোর ডায়েট মেনে মৃত্যুর মুখে ব্রাজিলিয়ান ফুটবলার

স্পোর্টস ডেস্ক

০২ মার্চ ২০২৩, ০৮:০১ এএম

সৌদি ক্লাব আল নাসেরে যোগ দিয়ে প্রতিনিয়তই নিজের জাত চেনাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এমনকি বরাবরই নিজের ফিটনেস নিয়ে সচেতন সিআর সেভেনকে দেখে নানা ধরণের দীক্ষা নিচ্ছেন সৌদি আরবের ফুটবলাররা। ৩৮ বছর বয়সী রোনালদোর ফিটনেসের পেছনে অবশ্য রয়েছে তার কড়া ডায়েট। সুষম ও পরিমিত খাদ্য রয়েছে তার প্রতিদিনের খাদ্যাভাসে।

তবে রোনালদোর এই কড়া ডায়েট ও খাদ্যাভাস অনুকরণ করতে গিয়েই মৃত্যুর মুখে চলে গিয়েছিলেন এক ব্রাজিলিয়ান ফুটবলার। এমনটাই জানিয়েছেন ভুক্তভোগী সেই ফুটবলার।

আরও পড়ুন- পিছিয়ে থেকেও এফএ কাপের শেষ আটে ম্যানইউ

ব্রাজিলের ফুটবল ক্লাব পামেইরাসের ডিফেন্ডার গ্যাব্রিয়েল মেনিনো চেয়েছিলেন সিআর সেভেনের মতো ডায়েট মানতে। এরপর ক্লাবটির পুষ্টিবিদের তৈরি করা ডায়েট চার্ট অনুকরণ করতে শুরু করেন মেনিনো। তিনি জানান, ‘পামেইরাসের পুষ্টিবিদ মির্তেসকে ফোন করে বলি, রোনালদোর মতো ডায়েট চার্ট বানিয়ে দিতে হবে। চেয়েছিলাম নিজেকে সিআর সেভেনের মতো তৈরি করতে। ডায়েট ছিল অনেকটা এই রকম- সকালে একটা ডিম ও সাপ্লিমেন্ট। এরপর শরীরচর্চা শুরু করার আগে আবারও একটা সাপ্লিমেন্ট। দুপুরে সিদ্ধ খাবার ও সালাদ। রাতের খাবারে সিদ্ধ মাংস ও সালাদ। আর রাতে ঘুমোতে যাওয়ার আগে আবারও একটা সাপ্লিমেন্ট।’

মেনিনো আরও বলেন, ‘এই খাদ্যাভাস অনুকরণের সময় একদিন অনুশীলন করতে গিয়ে হঠাৎই দেখি দৌড়াতে পারছি না। মনে হল, এই বার আমি মরে যেতে পারি। এরপর ম্যাচ খেলতে নেমে প্রথম পাঁচ মিনিট দৌড়াতেই পারিনি। কোচকে অনুরোধ করলাম আমাকে তুলে নিতে। পুষ্টিবিদ সবই দেখছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন, আমার শরীরের অবস্থা খারাপ। সঙ্গে সঙ্গে ফিজিওকে ডেকে পরিচর্যা করার নির্দেশ দেন।’

আরও পড়ুন- ইংলিশ সিরিজ দিয়ে আট বছর পর লাল-সবুজ জার্সিতে রনি

তবে এমন ঘটনার পর মেনিনো ফিরে আসেন নিজের পুরনো ডায়েটে। রোনালদোর খাদ্যাভাস ও ডায়েট ছেড়ে এখন স্বাভাবিক জীবন পার করছেন এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার।

এফএইচ