ওয়েস্ট হ্যামের বিপক্ষে পিছিয়ে থেকেও শেষ সময়ের গোলে জয় নিশ্চিত করে এফএ কাপের শেষ আট নিশ্চিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাঠে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়েছে রেড ডেভিলরা।
এরিক টেন হাগের অধীনে সময়টা বেশ ভালো যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের। সব টুর্নামেন্ট মিলিয়ে শেষ ১০ ম্যাচের ৮ জয়ের পাশাপাশি ২ ড্র। তাই বেশ ফুরফুরে মেজাজেই এফএ কাপে ওয়েস্ট হ্যামের বিপক্ষে ঘরের মাঠে খেলতে নামে রাসফোর্ডরা।
বিজ্ঞাপন
ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ড্র থাকার পর দ্বিতীয়ার্ধের নয় মিনিটে বেনরাহমার গোলে এগিয়ে যায় ওয়েস্ট হ্যাম। এরপর গোল শোধে মরিয়া হয়ে উঠে এরিক টেনের দল। ম্যাচের ৭৭ মিনিটে নায়েফ আগুয়ের্দের আত্মঘাতী গোলে সমতায় ফেরে রেড ডেভিলরা।
এরপর ম্যাচ যখন অতিরিক্ত সময়ে গড়াতে যাচ্ছিল ঠিক তখনই গোল করে দলকে জয় এনে দেন আর্জেন্টাইন তরুণ তারকা আলেজান্দ্রো গারনাচো। ম্যাচের ৯০ মিনিটে একক নৈপুণ্যে অসাধারণ এক গোল করেন ১৮ বছর বয়সী এই আর্জেন্টাইন।
এরপর দ্বিতীয়ার্ধের বাড়ানো সময়ের পঞ্চম মিনিটে সেই নায়েফ আগুয়ের্দের ভুলে ওয়েঘর্স্টের পাস থেকে গোল করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফ্রেড। ফলে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার ইউনাইটেড।
এমএইচটি

