মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ইংলিশ সিরিজ দিয়ে আট বছর পর লাল-সবুজ জার্সিতে রনি  

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১ মার্চ ২০২৩, ০৯:৫৩ পিএম

শেয়ার করুন:

ইংলিশ সিরিজ দিয়ে আট বছর পর লাল-সবুজ জার্সিতে রনি  

আজ থেকে শুরু হয়েছে বাংলাদেশ বনাম ইংল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। দীর্ঘ সাত বছর পর বাংলাদেশ সফর করেছে ইংলিশরা। অপরদিকে ইংলিশদের বিপক্ষে প্রথম ওয়ানডে হারের পর তিনটি টি-টোয়েন্টি ম্যাচের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ঘোষিত এই দলে রয়েছে একের পর এক চমক। টি-টোয়েন্টি দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন তৌহিদ হৃদয়, রেজাউর রহমান রাজা ও তানভীর ইসলাম। এছাড়া সদ্য শেষ হওয়া বিপিএলের পারফর্মের উপর নতুনদের সাথে দলে এসেছেন রনি তালুকদার ও শামীম হোসেন পাটোয়ারী। অথচ দলে ফেরা নিয়ে গুঞ্জন ছিলো নাসির হোসেনকে নিয়ে, তার বিপিএলের পারফর্ম ক্রিকেট ভক্তদের মাঝে আশা দেখাচ্ছিলেন জাতীয় দলে ফেরা নিয়ে। তবে গুঞ্জন আর বাস্তব রূপ হলো না। উপেক্ষিতই থেকে গেলেন টাইগাদের এক সময়কার ‘ফিনিশার’।


বিজ্ঞাপন


অপরদিকে ১৫ সদস্যের এই দলে জায়গায় হয়নি বিশ্বকাপ খেলা পাঁচ ক্রিকেটার। দল থেকে ছিটকে গেছেন মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলি চৌধুরি রাব্বি, সৌম্য সরকার, ইবাদত হোসেন ও শরিফুল ইসলাম। নতুন ও পুরোনোদের জায়গা দিতে গিয়ে বাদ পড়েছেন তারা। এছাড়া এই দলে বড় চমক দীর্ঘ ৮ বছর পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন রনি তালুকদার। অথচ বাংলাদেশের জার্সিতে ২০১৫ সালে একটি ম্যাচ খেলেছিলেন রনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি টি-টোয়েন্টি। তারপরই বাদ পড়েছিলেন এই ক্রিকেটার। সেই রনি আবার সদ্য শেষ হওয়া বিপিএলের পারফর্মের ওপর ভর করে জাতীয় দলে ডাক পেলেন।    

ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড 

সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, নুরুল হাসান, শামীম হোসেন, রনি তালুকদার, তৌহিদ হৃদয়, রেজাউর রহমান, তানভীর ইসলাম।

এসটি 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর