images

ফুটবল

যে কারণে মেসিই পাবেন ব্যালন ডি’অর

স্পোর্টস ডেস্ক

২৭ ডিসেম্বর ২০২২, ০১:২৪ পিএম

প্রথমবারের মত ২০২২ সালে ব্যালন ডি’অর জয়ের তালিকার শীর্ষে ছিল না লিওনেল মেসি- ক্রিশ্চিয়ানো রোনালদোর নাম। সে সময় অনেকেই মনে করেছিল, এই মনে হয় শেষ হতে চলেছে মেসি-রোনালদো যুগ। তবে সময়ের সঙ্গে পাল্টে গেছে দৃশ্যপট। এখন ব্যালন ডি’অর জেতার দৌড়ে সব থেকে এগিয়ে আছেন সদ্য শেষ হওয়া বিশ্বকাপের শিরোপা জয়ী দল আর্জেন্টিনার প্রাণ ভ্রোমরা লিওনেল মেসি।

পুরো বছরে ফুটবল ক্যালেন্ডারে সেরা পারফরম্যান্সের নিরিখে দেওয়া হয় ফুটবলের সবচেয়ে মর্যাদাসম্পন্ন পুরস্কার ব্যালন ডি’অর। এর আগে ২০১৪ সাল থেকে এই অ্যাওয়ার্ডে নিজেদের অবস্থানকে শক্ত করে ধরে রেখেছেন মেসি ও রোনালদো। মাঝে ২০২০ সালে করোনা ভাইরাসের জন্য কোনও ফুটবলার পাননি এই পুরস্কার। তাছাড়াও ২০১৮ সালে ক্রোয়েট তারকা লুকা মদ্রিচ ও ২০২২ সালে ফরাসি ফুটবলার করিম বেনজেমা জিতেছেন এই পুরস্কার।

আরও পড়ুন- সব ট্রফি নিজের করে নিয়েছেন মেসি—তথ্যটি সঠিক নয়

তবে এবারের ব্যালন ডি’অর জয়ে সবচেয়ে বড় দাবিদার আর্জেন্টাইন সুপারস্টার লিও মেসি। এই দৌড়ে তার মূল প্রতিদ্বন্দ্বি ক্লাব সতীর্থ কিলিয়ান এমবাপে। আগের বছরে ব্যালন ডি’অর পুরস্কারের শীর্ষ তালিকায় ছিলো না লা পুলগা’র নাম। তবে এক বছর ঘুরে শিরোপা পুনরুদ্ধারের দৃশ্যপট নিজের করে নিয়েছেন এলএমটেন।

পোলিশ ফরোয়ার্ড রবার্ট লেভানডভস্কি ব্যালন ডি’অর প্রসঙ্গে বলেন, ‘মেসির সঙ্গে পিএসজিতে খেলা এমবাপে এবারের ব্যালন ডি’অরের অন্যতম প্রার্থী। তবে বিশ্বকাপের শিরোপা জয়ই সবকিছু ঠিক করে দেবে। তাই মেসি এখন এগিয়ে আছে বিশ্বকাপ জেতার কারণে। এই অর্জন মেসির কাছে সবকিছু’।

এবারের ব্যালন ডি’অর জিতলে ৮ বারের মতো এই পুরষ্কার মেসির হাতে উঠবে। এমবাপের হবে প্রথম ব্যালন ডি’অর জয়।

আরও পড়ুন- ভারতে ওয়ানডে বিশ্বকাপ খেলবে না পাকিস্তান!

কাতার বিশ্বকাপে দারুণ সময় কাটিয়ে শিরোপা নিজ ঝুলিতে তুলেছেন মেসি। ৭টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়েও করিয়েছেন একাধিক গোল। তাছাড়াও লুসাইলের ফাইনালে ফরাসিদের সঙ্গে নির্ধারিত সময়ে ৩-৩ গোলের ব্যবধানে ২ টি গোলই এসেছে তার জাদুকরী পা থেকে।

এরই ধারাবাহিকতায় বিশ্বকাপের গোল্ডেন বলও আদায় করে নিয়েছেন এই আর্জেন্টাইন সুপারস্টার।

অন্যদিকে পুরো আসরে ৮ গোল করে ফরাসি ফুটবলার এমবাপে জিতে নিয়েছেন গোল্ডেন বুট। সেই সঙ্গে ফাইনালে করেছেন হ্যাট্রিক। তাই এবারের ব্যালন ডি’অর জেতার দৌড়ে মেসির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বি এমবাপে।

এফএইচ