রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সব ট্রফি নিজের করে নিয়েছেন মেসি—তথ্যটি সঠিক নয় 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২২, ১১:৫৯ এএম

শেয়ার করুন:

সব ট্রফি নিজের করে নিয়েছেন মেসি—তথ্যটি সঠিক নয় 

লিওনেল মেসি- ডি মারিয়াদের হাত ধরে দীর্ঘ ৩৬ বছর পর আর্জেন্টিনা পেয়েছে বিশ্বকাপ জয়ের স্বাদ। অধরা সেই শিরোপা জয়ের পর বলা হয় ফুটবলের সব ট্রফি নিজের করে নিয়েছেন লিও মেসি। তবে ইতিহাস বলছে ভিন্ন কথা। এখনও যে একটি ট্রফি পাওয়া বাকি আছে ‘এলএমটেন’ এর।

প্রতিবছর সাংবাদিকদের ভোটে নির্বাচন করা হয় বছরের সেরা ফুটবলারকে। ‘গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড’ নামের এই পুরস্কার পাওয়ার জন্য ফুটবলারের বয়স হতে হয় অন্তত ২৮ বছর। এর মধ্যেই ক্রিশ্চিয়ানো রোনালদো, লেভানডভস্কি, মদ্রিচরা এই কীর্তি নিজের করে নিয়েছেন। তবে লা পুলগা’র ঝুলিতে এসে এখনও ধরা দেয়নি এই অ্যাওয়ার্ড।


বিজ্ঞাপন


আরও পড়ুন- এমবাপে নয় গোল্ডেন বুটের ‘মালিক’ হতো মেসি, বেরিয়ে এলো আসল রহস্য

কাতার বিশ্বকাপের শিরোপা জিতে মেসি লিখেছেন এক অনন্য রূপকথা। ফুটবলের এই মহাতারকা ক্যারিয়ারে অধরা সেই সোনালী ট্রফিটা নিজের করে নিয়ে ৪২টি ট্রফির মালিক বনে গিয়েছেন। তবে নিজের পা দুইটি সোনার হলেও ‘গোল্ডেন ফুট’ অ্যাওয়ার্ড না পাওয়ায়, একটি ট্রফি এখনও অধরা এই আর্জেন্টাইন সুপারস্টারের।


বিজ্ঞাপন


তবে রেকর্ড সংখ্যক ট্রফি জিতেও এই তালিকায় মেসির অবস্থান শীর্ষে নয়। লিও’র থেকে একটি ট্রফি বেশি জিতে সবার উপরে আছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেজ। এই লিস্টের ছয় নম্বরে অবস্থান করছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।

আরও পড়ুন- বডি বিল্ডারের পাশে ব্যারিস্টার সুমন, লড়বেন দুর্নীতির বিরুদ্ধে

শেষ ২০ বছর ধরে সাংবাদিকদের ভোটে দেওয়া হচ্ছে এই পুরস্কার। যেখানে বছরের সেরা ফুটবলারকে তার পায়ের ছাপ ফ্রেমবন্দী করে দেওয়া হয়। তাছাড়াও একজন ফুটবলার তার ক্যারিয়ারে মাত্র একবারের জন্য এই পুরস্কার পেয়ে থাকেন। কমপক্ষে ২৮ বছর হলে এই কীর্তি নিজের করে নেওয়ার সুযোগ থাকলেও, ৩৫ বছর হলেও লা পুলগা এখনও জিতেননি এই অ্যাওয়ার্ড।

এফএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর