স্পোর্টস ডেস্ক
২৯ নভেম্বর ২০২২, ০১:২৫ পিএম
ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও। ১৯৯৪ ও ২০০২ সালের বিশ্বকাপ ফুটবল জয়ী দলের সদস্য ছিলেন তিনি। তাকে কাছে পেয়ে আবেগাল্পুত হন চলতি বিশ্বকাপ দলের ফুটবলার রদ্রিগো। এসময় তিনি রোনালদোর পায়ে হাত বুলিয়ে নিজের পায়ে একই কাজ করেন।
সুইজারল্যান্ডের বিপক্ষে ০-১ গোলে জয় পাওয়ার পর কিংবদন্তি রোনালদোর সামনে হাজির হন রদ্রিগো। এ সময় রোনালদো তাকে প্রশ্ন করেন।
আরও পড়ুন: নামেও বেকার, কাজেও ‘বেকার’ ব্রাজিলের গোলরক্ষক
সাক্ষাতের শুরুতে রদ্রিগোকে স্বাগত জানান রোনালদো। তিনি বলেন, রদ্রিগো, আমরা তোমাকে পেয়ে সম্মানিত বোধ করছি।
রদ্রিগোর কাছে প্রথম বিশ্বকাপ দলের অংশ হতে পেরে কেমন অনুভূতি হচ্ছে তা জানতে চান রোনালদো। এর জবাবে রদ্রিগো বলেন, আপনার সঙ্গে কথা বলতে পারা অত্যন্ত আনন্দের এবং উত্তেজনাকর।
ফিফার সাক্ষাৎকারের পুরো ভিডিও দেখতে এখানে ক্লিক করুন
বিশ্বকাপে অংশ নেওয়ার অনুভূতি জানাতে গিয়ে রদ্রিগো বলেন, আমি প্রতিনিয়ত শিখছি। যখন যেটা প্রয়োজন সেটা করার সর্বোচ্চ চেষ্টা করছি। আমি খুব খুশি যে সৃষ্টিকর্তা এই সুযোগ দিয়েছেন।
আরও পড়ুন: প্রথম গণ্ডি পার নেইমার-রোনালদোর, ঝুলে রইলেন মেসি
প্রায় পাঁচ মিনিটের সাক্ষাৎকার শেষে উঠে যাওয়ার সময় রদ্রিগো রোনালদোর পায়ে হাত বোলান। এরপর নিজের পাঁয়েও একই কাজ করেন তিনি। এই চিত্র দেখে উচ্চস্বরে হেসে ওঠেন ব্রাজিলের জীবন্ত কিংবদন্তি। এই ছবি ও ভিডিও এরই মধ্যে মন কেড়েছে নেটিজেনদের।
— Siavoush Fallahi (@SiavoushF) November 28, 2022
একে