স্পোর্টস ডেস্ক
২৬ নভেম্বর ২০২২, ০২:৫১ এএম
কাতার বিশ্বকাপের শুরুটা দারুণ করেছিল ইংল্যান্ড। ইরানের বিপক্ষে ৬-২ গোলের জয়ে এবারের আসরে নিজেদের যোগ্যতার জানান দিয়েছিল সাউথগেটের দলটি। তবে দ্বিতীয় ম্যাচেই যেন খেই হারিয়ে ফেলল হ্যারি কেইনের দল। ‘বি’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে দলটি। এই ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হল থ্রি লায়ন্সদের।
কাতারের আল বায়াত স্টেডিয়ামে আজ (শুক্রবার) বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হয় এই দুই দলের লড়াই। ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলে বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করে। ২৫তম মিনিটে সবচেয়ে ভালো সুযোগটি পায় যুক্তরাষ্ট্র। ডান দিক থেকে সতীর্থের বাড়ানো ক্রস বক্সে ফাঁকা পেয়েও উড়িয়ে মারেন জুভেন্টাস মিডফিল্ডার ওয়েস্টন ম্যাককেনি।
আরও পড়ুন- প্রথম দল হিসেবে বিশ্বকাপ থেকে বিদায় নিল কাতার
২৯ মিনিটে আবারো সুযোগ পায় যুক্তরাষ্ট্র। মুসার দূরপাল্লার শট রাইস এর মাথায় লেগে বাইরে চলে গেলে গোলবঞ্চিত হয় তারা। প্রথমার্ধের শেষ মিনিটে ম্যাসন মাউন্টের শট দুর্দান্তভাবে রুখে দেন যুক্তরাষ্ট্রের গোলরক্ষক। ফলে গোলশূন্য ব্যবধান নিয়েই বিরতিতে যায় দুই দল।
বিরতি থেকে ফিরে আক্রমণের গতি বাড়িয়ে দেয় যুক্তরাষ্ট্র। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি তারা। দ্বিতীয়ার্ধে নিষ্প্রভ হয়ে পড়া রাহিম স্টার্লিংকে তুলে জ্যাক গ্রিলিশকে মাঠে নামান সাউথগেট। তবুও গোলের দেখা পায়নি দলটি। সবশেষ গোলশূন্য ব্যবধান নিয়েই মাঠ ছাড়ে দুই দল।
আরও পড়ুন- যে সমীকরণে পরের রাউন্ডে যেতে পারে আর্জেন্টিনা
এই ড্রয়ে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে আছে ইংল্যান্ড। সমান ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে যুক্তরাষ্ট্র। আর টেবিলের দুইয়ে থাকা ইরানের পয়েন্ট ৩।
এফএইচ