এম ফাহিম, স্পোর্টস ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৫৬ পিএম
মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশের এক মহাতারকার নাম। ক্রিকেট বিশ্বে তিনি একজন যোদ্ধা হিসেবে পরিচিত। নিজের জীবনের চেয়ে বড় করে দেখেছেন ক্রিকেটকে। পায়ে কাটাছেড়া নিয়ে দিব্যি খেলে গেছেন বছরের পর বছর। কিছুটা এদিক সেদিক হলেই আজীবনের জন্য পঙ্গু হতে পারেন, এমন শঙ্কা থাকা সত্ত্বেও লাল-সবুজের জার্সিতে নিজ দেশকে প্রতিনিধিত্ব করেছেন বিশ্ব মঞ্চে। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় না বললেও জাতীয় দলের হয়ে আর খেলার ইচ্ছে নেই তা জানিয়ে দিয়েছেন। আজ বিপিএলের ফাইনাল দিয়ে পেশাদার ক্রিকেটের শেষ ম্যাচ খেলে ফেললেন দেশ সেরা অধিনায়ক!
এবারের বিপিএলে সিলেট স্ট্রাইকার্সকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মাশরাফি। দলকে নিজ কাঁধে চড়ে তুলেছেন ফাইনালের মঞ্চে। বাংলাদেশ ক্রিকেটের সফলতম এই অধিনায়কের ক্রিকেটারের বাইরে আরেক পরিচয় বর্তমানে তিনি একজন মাননীয় সংসদ সদস্য।
আরও পড়ুন- একদিন না একদিন হওয়া দরকার ছিল: মাশরাফি

বিপিএল পুরো আসর জুড়ে যেমন খেলেছেন তেমনি নিজ রাজনৈতিক কর্মকাণ্ডও চালিয়ে গিয়েছেন। ম্যাচ শেষ করেই চলে গিয়েছেন নিজ এলাকার মানুষের খোঁজ খবর নিতে। ক্রিকেটের পাশাপাশি নিজের উপর সাধারণ মানুষের অর্পিত যেই দায়িত্ব তা পালন করতেও ভুল করেননি।
বাংলাদেশ জাতীয় দলের অধিনায়কত্ব ছাড়ার পর পেরিয়ে গেছে কয়েক বছর। তারপরও ক্রিকেট পাগল ম্যাশ নিজের প্রথম ভালোবাসা, প্রথম পরিচয় ২২ গজ থেকে নিজেকে দূরে রাখেননি। অবসর প্রসঙ্গে কথা আসলেই তিনি বরাবরের মতো নিজের স্বভাবসুলভ উত্তর দিয়ে থাকেন। যতদিন খেলাটা উপভোগ করছেন ততদিন খেলে যাবেন, যখন মনে হবে আর হবে না তখন খেলবেন না।
তবে সবকিছু ছাপিয়ে এবারের বিপিএলে আলোচনায় ছিল মাশরাফির টুর্নামেন্টের মাঝপথে দল থেকে ছিটকে যাওয়া। ইনজুরিতে সিলেটের হয়ে কয়েকটি ম্যাচ খেলেননি। শঙ্কা ছিল আবার মাঠে নামতে পারবেন তো ম্যাশ। তবে সমর্থকদের বিশ্বাস ছিল অধিনায়ক ফিরবেন, কেননা তিনি তো একজন যোদ্ধা নিজ দলের জন্য সবকিছু দিয়ে লড়তে প্রস্তুত। বিপিএলের শেষ ভাগে দলে ফিরে শুধু ব্যাট করেছেন ম্যাশ।
আরও পড়ুন-এবারের বিপিএলে ব্যাটে-বলে সেরা যারা

চিকিৎসকের পরামর্শ ছিল বোলিং করাটা মাশরাফির জন্য ঝুঁকিপূর্ণ। তাই দলনেতা বল না করতে পারলেও ব্যাট হাতে দুর্দান্ত ইনিংস খেলেছেন শেষ অংশের ম্যাচগুলোতে। কিন্তু কোয়ালিফায়ারের গুরুত্বপূর্ণ ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে দলের প্রয়োজনে ইনজুরি নিয়ে বল করেছেন এবং দলকে ফাইনালে তুলেছেন।
বিপিএলের মাঝপথে গণমাধ্যমে কথা বলেছেন মাশরাফির বাবা গোলাম মুর্তজা। জানিয়েছিলেন চলতি বিপিএল শেষেই তিনি শেষ দেখছেন তার ছেলের ক্যারিয়ারের। মূলত মাশরাফির পায়ের অবস্থা মাথায় রেখেই এখন থামতে বললেন তিনি।
মাশরাফির বাবা বলেন, ‘আপনারাও দেখছেন মাশরাফি পায়ের কি অবস্থা। আজকেও মাঠে সে খুড়িয়ে খুড়িয়ে বল করছে। এভাবে ক্রিকেট খেলা সম্ভব না। এভাবে কতদিন সম্ভব। আমি মনে করি এটা শেষ হওয়া উচিত (চলতি বিপিএলের পর)। পায়ের যে অবস্থা, বয়স হয়েছে এটা তো আর গায়ের জোড়ের বিষয় না।’
তবে অবসর নিয়ে মাশরাফির সঙ্গে কোনো ধরনের কথা হয়নি বলে জানান গোলাম মুর্তজা। সে কারণেই অবসরের বিষয়টি পুরোপুরি মাশরাফির ওপরই ছেড়ে দিলেন তিনি। গোলাম মুর্তজা বলছিলেন, ‘এ বিষয়ে (অবসর) তার সঙ্গে কোনো কথা হয়নি। তার যতদিন মনের সাহস আছে (ততদিন খেলবে)। সে ভালোই বোঝে সবকিছু, কোনটা কখন সম্ভব আর সম্ভব না। অতএব আমার বলে দেওয়ার কিছু নেই।’
আরও পড়ুন- ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ডাক পেলেন তৌহিদ হৃদয়

মাশরাফির বাবার এমন মন্তব্যের পর জোর গুঞ্জন এবারই হয়তো শেষ হতে যাচ্ছে এই কিংবদন্তি ক্রিকেটারের ক্যারিয়ার। ৩৯ বছর বয়সে অন্যান্য দেশের ক্রিকেটাররা ২২ গজের বাইরে থাকেন। তবে ম্যাশের ক্ষেত্রে বিষয়টি অন্যরকম। তিনি অকুতোভয় সৈনিক দলের প্রয়োজনে , দেশের জন্য সর্বদা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।
বয়স ম্যাশের জন্য কোন বাধা নয়, সব থেকে বড় অন্তরায় তার ইনজুরি। ক্যারিয়ারে ফর্মে থাকার সময় বারবার চোট তার জন্য বাধা হয়ে দাঁড়ালেও তিনি লড়াই করেছেন। তবে এখন তার শারীরিক অবস্থা তাকে আর খেলা চালিয়ে যেতে দিবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। বাংলাদেশের ইতিহাসের সফলতম অধিনায়ক আগেই জানিয়েছে তিনি ঢাক-ডোল পিটিয়ে খেলা ছাড়বেন না। যখন মনে ধরবে তখনই ছাড়বেন।
তবে এবারের বিপিএল শেষে তার শারীরিক ভাষা বলছে এখনই হয়তো থামতে হচ্ছে এই জীবন্ত কিংবদন্তির। ক্রিকেটের ২২ গজে ব্যাট-বল হাতে আর কখনো দেখা যাবে না মাশরাফিকে। ঘোষণা না দিলেও বাস্তবতা অন্তত তাই বলছে। বাংলাদেশ ক্রিকেট থেকে ধরে পেশাদার ক্রিকেটে মিস্টার ক্যাপ্টেন খ্যাত নড়াইল এক্সপ্রেসের জয়গাঁথা চিরকাল থাকবে।
এমএএম