বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

একদিন না একদিন হওয়া দরকার ছিল: মাশরাফি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:১০ এএম

শেয়ার করুন:

একদিন না একদিন হওয়া দরকার ছিল: মাশরাফি

পারলেন না মাশরাফি বিন মর্তুজা। ক্রিকেট মাঠে হার না মানা নড়াইল এক্সপ্রেসের সামনে সুযোগ ছিল বিপিএলের সফলতম অধিনায়ক হিসেবে রেকর্ডবুককে আরও সমৃদ্ধ করার। তবে পঞ্চমবারের মতো ট্রফিটা উঁচু করে ধরা হলো না ক্রিকেটের ২২ গজের এই মহাতারকার। উল্টো তৃতীয়বারের মতো ট্রফি জিতে মাশরাফির সেই মাইলফলকের আরও কাছে চলে আসলেন ইমরুল কায়েস। ফলে রানার্স আপ হিসেবেই মাঠ ছাড়তে হয়েছে দেশের অন্যতম সফল এই অধিনায়ককে। 

এদিকে নড়াইল এক্সপ্রেসের এমন হারের ফাইনালে না হারার রেকর্ডটি ভেঙে গেছে। এ নিয়ে সংবাদ সম্মেলনে ম্যাশ বলেন, ‘একদিন না একদিন হওয়া দরকার ছিল, হয়েছে আজকে। ভালো হয়েছে। সবকিছুরই তো শেষ আছে।’   


বিজ্ঞাপন


বিপিএলের মঞ্চে সিলেট ফ্র্যাঞ্চাইজিটির জন্য সর্বোচ্চ সাফল্য ২০১৩ সালে একবার খেলতে পেরেছিল প্লে অফ। সবকিছু ছাপিয়ে মাশরাফির এবারের সিলেটে শুধু অধিনায়ক নয় ছিলেন তার থেকেও বেশি কিছু। দল গোছানো ছাড়াও পরিকল্পনার সব কিছুতেই ছিলেন এই ক্রিকেটার। এছাড়া ছিলেন মাঠের বাইরেও। অপরদিকে সামনেও কি সিলেটকে নেতৃত্বেই থাকবেন? এমন প্রশ্নে তিনি বলেন, ‘পরের বছর তো অনেক দূরে। যদি সুস্থ থাকি।’ 

অন্যদিকে মাশরাফির নেতৃত্বে সিলেট ফাইনালে যাওয়াতে সবাই আশা করেছিল, এবার হয়ত হবে। ৩৯ বছর বয়সী যুবক মাশরাফীর হাত ধরে শিরোপা জিতবে সিলেটও। সিলেটের এই প্রত্যাশা পূরণ নিয়ে সংবাদ সম্মেলনে নড়াইল এক্সপ্রেস বলেন, ‘আগের দিনও বলেছিলাম আমাদের এটা বাজেটের দল। নির্দিষ্ট বাজেটের দল, এর বাইরে যাওয়ার আসলে সুযোগ ছিল না আমাদের যে মালিক তাদের। তারপরও সেরাটা উনারা চেষ্টা করেছেন।’  

‘আমাদের বেশির ভাগই দেশি ব্যাটার যারা ছিল টপ অর্ডারে। তারা পারফর্মও করেছে, পুরো অথরেটি নিয়েই খেলতে পেরেছে, বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তারা দায়িত্ব নিয়ে খেলতে পেরেছে। এটা হয়তো ভবিষ্যতেও তাদের কাজে লাগবে এই ধরনের টুর্নামেন্ট থেকে।’

‘যা হয়েছে আমি এর চেয়ে বেশি কিছু চাইতে পারতাম না। ছেলেরা যতটুকু চেষ্টা করেছে, এর চেয়ে বেশি আশা করা যায় না। তবে হ্যাঁ, শেষদিন মাঠে যারা ভালো খেলবে, তারা জিতবে। আমরা ভালো খেলিনি এই কথা বলা ঠিক হবে না। ছেলেরা ভালো খেলেছে। কিন্তু কিছু জায়গায় ম্যাচটা আমাদের হাত থেকে চলে গেছে গেছে।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর