বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

এবারের বিপিএলে ব্যাটে-বলে সেরা যারা 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ১১:০৩ এএম

শেয়ার করুন:

এবারের বিপিএলে ব্যাটে-বলে সেরা যারা 

২০২৩ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের পর্দা নামল। সাত দলের লড়াইয়ে ফাইনালে উঠেছিল সিলেট স্ট্রাইকার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। যেখানে মাশরাফির সামনে সুযোগ ছিল পঞ্চমবারে মতো ট্রফিটা উঁচিয়ে ধরার। কিন্তু ফাইনালে ম্যাশের সেই সুযোগ পন্ড করে চতুর্থবারের মতো শিরোপা ঘরে তোলে কুমিল্লা। এদিকে আসরে শেষে ব্যাটে-বলে বাজিমাত করেছেন দেশি ক্রিকেটার, হয়েছেন টুর্নামেন্ট সেরাও। 

নবম আসরের বিপিএলের মঞ্চে সর্বোচ্চ রান করেছেন শান্ত। তাও রীতিমতো ৫১৬ রান। যা বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এক আসরে সর্বোচ্চ আর বিপিএলের ইতিহাসে দ্বিতীয়। অপরদিকে আসররের দ্বিতীয় অবস্থানে থাকা রনি তালুকদারের চেয়েও ৯১ রান এগিয়ে শান্ত। ফলে আসরে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে থাকায় জিতেছেন প্রাইজমানি। এছাড়া কেবল সর্বোচ্চ রান সংগ্রাহতে নেই, জিতেছেন টুর্নামেন্ট সেরার পুরস্কারও।


বিজ্ঞাপন


এদিকে সেরা পুরস্কার নিয়ে শান্ত বলেন, ‘আলহামদুলিল্লাহ, টিম ভালো খেলেছে। কিন্তু দিনটি আমাদের ছিল না। যদিও আমরা পুরো টুর্নামেন্ট জুড়েই ভালো খেলেছি। ব্যাটসম্যান হিসেবে আমি প্রত্যেক ম্যাচেই ভালো খেলতে চাই। এই টুর্নামেন্টে ভালো খেলতে পেরেছি।’

অপরদিকে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন দুইজন। কুমিল্লার তানভীর ইসলাম এবং রংপুর রাইডার্সের হাসান মাহমুদ। এই দুই বাংলাদেশি ক্রিকেটার সংগ্রহ করেছে সমান ১৭টি করে উইকেট। তার দুজনেই জিতেছেন সমান পাঁচ লাখ টাকা করে। অন্যদিকে সেরা ফিল্ডার হিসেবে ১৪টি ডিসমিসাল করে তিন লাখ টাকা পেয়েছেন মুশফিকুর রহিম। 

ক্যাটাগরি

ক্রিকেটার নাম 

টাকা

প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট

নাজমুল হোসেন শান্ত

দশ লাখ

সর্বোচ্চ রান সংগ্রাহক (৫১৬ রান)

নাজমুল হোসেন শান্ত

পাঁচ লাখ

প্লেয়ার অব দ্য ফাইনাল

জনসন চার্লস

পাঁচ লাখ  

সর্বোচ্চ উইকেটশিকারি (১৭ উইকেট)

 হাসান মাহমুদ

তানভীর ইসলাম

পাঁচ লাখ  

সেরা ফিল্ডার

(১৪টি ডিসমিসাল)

মুশফিকুর রহিম

তিন লাখ

 


বিজ্ঞাপন


 

 

 

 

 

 

 

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর