স্পোর্টস ডেস্ক
০৬ জানুয়ারি ২০২৩, ১১:২৪ এএম
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গত আসরে নতুন বেশ কয়েকজন উদীয়মান ক্রিকেটার পেয়েছিল ভারত। যাদের মধ্যে গতির ঝড় তুলে সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেন কাশ্মীরের তরুণ পেসার উমরান মালিক। আইপিএলে ১৫০ কিলোমিটার বেগে বল করা এই গতিদানব, শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ১৫৫ কিলোমিটার বেগে বল করে আবারও আলোচনায় এসেছেন। এর সঙ্গে জাসপ্রীত বুমরাহের দ্রুততম বোলের রেকর্ডও ভেঙে দিয়েছেন জম্বু কাশ্মীর থেকে উঠে আসা এই তরুণ।
সম্প্রতি এক সাক্ষাৎকারে উমরান বলেন, ‘যদি ভাগ্য সহায় হয় ও ভালো বল করতে পারি তবে শোয়েব আখতারের রেকর্ড ভেঙে দেব। কিন্তু আমি এই রেকর্ড নিয়ে চিন্তিত নই। লক্ষ্য একটাই। দেশের হয়ে ভাল খেলতে চাই।’
আরও পড়ুন- আবারও মেসির কাছে শোচনীয় হার এমবাপের

লঙ্কানদের বিপক্ষে দ্রুততম বল করে আলোচনায় আসা উমরানকে নিয়ে এবার মুখ খুলেছেন সাবেক পাকিস্তানি গতিদানব শোয়েব আখতার। স্পোর্টসকিডারের সঙ্গে এক সাক্ষাৎকারে শোয়েব বলেন, ‘আমি খুশি হব, যদি সে আমার রেকর্ড ভাঙতে পারে। তবে আমার রেকর্ড ভাঙতে গিয়ে সে যেন নিজের হাড় ভেঙে না ফেলে। তার ফিট থাকাটা জরুরি।’
উল্লেখ্য আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত দ্রুততম বলের রেকর্ড সাবেক পাকিস্তানি পেসার শোয়েব আখতারের ঝুলিতে। ২০০৩ সালের ওয়ানডে বিশ্বকাপে ইংলিশদের বিপক্ষে তার সেই বলটির গতি ছিল ঘণ্টায় ১৬১.৩ কিলোমিটার।
আরও পড়ুন- বন্ধু মেসির পরামর্শেই ব্রাজিলিয়ান ক্লাবে সুয়ারেজ
উমরান মালিক ২০২২ সালে আইপিএল ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে দারুণ একটি বছর কাটিয়েছিলেন। গত মৌসুমে খেলেছেন ১৪টি ম্যাচ। এরপরই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য জাতীয় দলে ডাক পান তিনি। এরপর উমরান ভারতের হয়ে ৫টি ওয়ানডে ও ৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। যেখানে তার উইকেট সর্বমোট ১১টি।
এফএইচ