সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বন্ধু মেসির পরামর্শেই ব্রাজিলিয়ান ক্লাবে সুয়ারেজ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২৩, ০৯:০০ এএম

শেয়ার করুন:

বন্ধু মেসির পরামর্শেই ব্রাজিলিয়ান ক্লাবে সুয়ারেজ

নিজের শেষ বিশ্বকাপ খেলে ফেলেছেন। তবে দেশের হয়ে পাননি কোনও বড় শিরোপার স্বাদ। অথচ ক্লাব ফুটবলে একের পর এক খ্যাতি কুড়িয়েছেন এই উরুগুইয়েন তারকা। এরপরও দীর্ঘ ছয় মাস ছিলেন ক্লাবহীন। এর মাঝেই আমেরিকা ও সৌদি আরবের মতো দেশের বড় দুই ক্লাবে খেলার প্রস্তাব পেয়েছিলেন তিনি। তবে তা প্রত্যাখ্যান করেন এই ফরোয়ার্ড।

অবশেষে সব গুঞ্জনকে উড়িয়ে দিয়ে দল বদলের খাতায় নাম লেখিয়েছেন উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেজ। ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিওতে দুই বছরের চুক্তিতে যোগ দিয়েছেন সাবেক বার্সা তারকা। ফ্রি ট্রান্সফার ফিতে ২০২৪ সালের শেষ পর্যন্ত ব্রাজিলিয়ান ক্লাবটিতে থাকবেন এই তারকা স্ট্রাইকার।


বিজ্ঞাপন


আরও পড়ুন- রোমাঞ্চকর লড়াইয়ে কষ্টার্জিত জয় ম্যান সিটির

বুধবার প্রায় ৬০ হাজার দর্শক পোর্তো আলেগ্রেতে স্বাগত জানান সুয়ারেজকে। গ্রেমিও সমর্থকদের বাঁধভাঙা আনন্দ দেখে সুয়ারেজ জানিয়েছেন, ব্রাজিল লিগে নিজের সেরাটা দিতে মুখিয়ে আছেন তিনি। বলেন, ‘আমি সবাইকে দেখাতে চাই ৩৬ বছর বয়সেও পেশাদার ফুটবল খেলতে পারি। যতদিন পারব, নিজের সেরাটা উজাড় করে দেব। এজন্যই গ্রেমিওতে আসা।’

এরপর এই সাবেক বার্সা তারকা আরও বলেন, ‘বন্ধু মেসি ও লুকাস লিয়েভার পরামর্শেই এখানে এসেছি। ওদের উপদেশ আমার জীবনে অনেক কাজে লেগেছে।’


বিজ্ঞাপন


২০১৫ সালে স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলেন সুয়ারেজ। তাছাড়াও ক্লাবটির জার্সি গায়ে জিতেছিলেন চারটি লা লিগার শিরোপা। ২০২১ সালে অ্যাটলেটিকো মাদ্রিদের হয়েও লা লিগা জিতেন তিনি। তাছাড়াও ন্যাসিয়োনালে দ্বিতীয় বার খেলতে গিয়েও তাদের লিগ চ্যাম্পিয়ন করেন সুয়ারেজ। এই বার নতুন ক্লাবে নতুন পরীক্ষার মুখে উরুগুয়ের স্ট্রাইকার।

আরও পড়ুন- একাধিক নারীর সঙ্গে রাত কাটাতেন পেলে, ভুলে যেতেন সন্তানদের নাম!

সাবেক বার্সেলোনা, লিভারপুল, ও অ্যাথলেটিকো মাদ্রিদের এই ফুটবলার দর্শকদের উদ্দেশ্যে জানান, ‘২০১৩, ২০১৫ বা ২০১৬ মৌসুমের মতো সুয়ারেজকে আর পাওয়া যাবে না। আমি এখন ৫০ মিটার এক নাগাড়ে দৌড়াতে পারি না। আমি সেটা খুব ভালোভাবে জানি। এই দলে তরুণ ফুটবলারের সংখ্যা অনেক। যাদের সঙ্গে একই ইচ্ছেশক্তি নিয়ে এগিয়ে যাব।’

এফএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর