সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আবারও মেসির কাছে শোচনীয় হার এমবাপের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২৩, ১০:১৪ এএম

শেয়ার করুন:

আবারও মেসির কাছে শোচনীয় হার এমবাপের

মরুর বুকে আরব্য রজনীর ইতিহাস রচনা করে স্বপ্ন যাত্রার সোনালি ট্রফি নিজেদের করে নিয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা। উত্তেজনায় ঠাসা ম্যাচে ফরাসি তারকা কিলিয়ান এমবাপের হ্যাটট্রিকও আটকাতে পারেনি আলবিসেলেস্তাদের জয়রথকে। এবার বিশ্বকাপ জয়ের স্বীকৃতি ও সাম্প্রতিক পারফরম্যান্সের নিরিখে আবারও এমবাপেকে টপকে শীর্ষে উঠে এলেন আর্জেন্টাইন সুপারস্টার লিও মেসি।

২০২২ সালের বর্ষসেরা ফুটবলার হিসাবে এবার মেসিকে বেছে নিয়েছে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের ইতিহাস ও পরিসংখ্যান বিভাগ। যার দুই নম্বর অবস্থানে আছেন ক্লাব ফুটবলে লা পুলগা’র সতীর্থ কিলিয়ান এমবাপে।


বিজ্ঞাপন


আরও পড়ুন- বন্ধু মেসির পরামর্শেই ব্রাজিলিয়ান ক্লাবে সুয়ারেজ

বর্ষসেরা ফুটবলার হওয়ার দৌড়ে মেসির পয়েন্ট ২৭৫। দ্বিতীয় অবস্থানে থাকা এমবাপের ৩৫। পরের স্থানে আছেন আরেক ফরাসি তারকা করিম বেনজিমা (৩০)। ক্রোয়েট ফুটবলার লুকা মদ্রিচ ও ম্যান সিটি তারকা আর্লিং হল্যান্ডের পয়েন্ট যথাক্রমে ১৫ ও ৫।

স্বপ্নে মোড়ানো ২০২২ সালে ক্লাব ও দেশের জার্সিতে মেসির পা থেকে এসেছে ৩৫টি গোল। অ্যাসিস্ট আছে ৩০টি। কাতার বিশ্বকাপে এলএমটেন করেছেন সাতটি গোল। রয়েছে তিনটি গুরুত্বপূর্ণ অ্যাসিস্টিও। দারুণ খেলে বিশ্বকাপের মঞ্চে দ্বিতীয় বারের মতো জিতে নিয়েছেন গোল্ডেন বল।


বিজ্ঞাপন


এদিকে ক্লাব ফুটবলের ব্যস্ততা শুরু হয়ে যাওয়ায় ছুটি কাটিয়ে পিএসজিতে ফিরেছেন মেসি। গত মঙ্গলবার আর্জেন্টিনার স্থানীয় সময় রাত ১০টায় নিজের প্রাইভেট বিমানে করে জন্মভূমি রোজারিও থেকে প্যারিসের উদ্দেশ্যে রওনা দিয়ে প্যারিসে পৌঁছান তিনি। ক্লাবের ডেরায় পা রাখার পর হাস্যোজ্জ্বল মেসিকে গার্ড অব অনার দিয়ে বরণ করে নেন তার সতীর্থরা।

আরও পড়ুন- একাধিক নারীর সঙ্গে রাত কাটাতেন পেলে, ভুলে যেতেন সন্তানদের নাম!

সবকিছু ঠিক থাকলে পার্ক দেস প্রিন্সেসে আগামী ১১ জানুয়ারি দিবাগত রাত ২টায় অ্যাঞ্জার্সের বিপক্ষে পিএসজির জার্সি গায়ে মাঠে নামবেন মেসি। তাছাড়াও শীঘ্রই ফরাসি ক্লাবটির সঙ্গে তিনি চুক্তি নবায়ন করবেন বলে বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়।

এফএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর