images

স্পোর্টস / অন্যান্য

আমিরুলের হ্যাটট্রিকে বিশ্বকাপে ট্রফি জয় বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক

০৮ ডিসেম্বর ২০২৫, ০৮:১০ পিএম

জুনিয়র হকি বিশ্বকাপে অস্ট্রিয়ার বিপক্ষে দারুণ লড়াই করে ৫-৩ গোলের জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। এই জয়ের ফলে বিশ্বকাপে ১৭তম স্থান নিশ্চিত করার পাশাপাশি চ্যালেঞ্জার্স কাপের শিরোপাও জিতেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

মাদুরাই আন্তর্জাতিক হকি স্টেডিয়ামে শুরু থেকেই লড়াকু খেলেছে বাংলাদেশ। প্রথম কোয়ার্টারে অস্ট্রিয়া দুইটি পেনাল্টি কর্নার পেলেও বাংলাদেশ তাদের রক্ষা দেয়। এরপর আমিরুল ইসলামের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে হুজাইফা হোসেন ব্যবধান ২-০ করেন। এরপর রাকিবুল হাসান রকি ফিল্ড গোল করে স্কোরলাইন ৩-০ করেন।

আরও পড়ুন- ভিডিও বার্তায় ৮ বছরের সম্পর্ক শেষ করলেন কোহলি

আরও পড়ুন-অবৈধ কাজটা ইচ্ছাকৃতভাবেই করেছিলাম: সাকিব

আরও পড়ুন-সান্তোসকে বাঁচিয়ে বড় সিদ্ধান্তের ঘোষণা দিলেন নেইমার

তৃতীয় কোয়ার্টারের শেষদিকে একটি গোল শোধ করে অস্ট্রিয়া। কিন্তু রোমাঞ্চ জমে শেষ কোয়ার্টারে। ওই সময় একের পর এক আক্রমণে বাংলাদেশ রক্ষণ চাপে পড়ে। অস্ট্রিয়া শুধু শেষ কোয়ার্টারেই ৯টি পেনাল্টি কর্নার আদায় করে।

এর মাঝেই ৫০ ও ৫২ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে দুটি গোল করে হ্যাটট্রিক পূরণ করেন আমিরুল ইসলাম। এটি তাঁর বিশ্বকাপে পঞ্চম হ্যাটট্রিক। সব মিলিয়ে করেছেন ১৮ গোল, যা টুর্নামেন্টে সর্বোচ্চ।

শেষ দিকে অস্ট্রিয়ার তিন খেলোয়াড়, কেলনার বেঞ্জামিন, কায়সার জুলিয়ান ও নিকোউইয়াক মাতেউসজ, একটি করে গোল করলেও বাংলাদেশকে থামাতে পারেনি কেউ। শেষ পর্যন্ত ৫-৩ ব্যবধানে জয় পেয়ে গর্বের সঙ্গে ১৭তম স্থান নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।