সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সান্তোসকে বাঁচিয়ে বড় সিদ্ধান্তের ঘোষণা দিলেন নেইমার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:১৬ পিএম

শেয়ার করুন:

সান্তোসকে বাঁচিয়ে বড় সিদ্ধান্তের ঘোষণা দিলেন নেইমার

শৈশবের ক্লাবে ফিরে নেইমারের স্বপ্ন ছিল, নিয়মিত মাঠে নামবেন, গোল করবেন, দলকে জেতাবেন। কিন্তু তার ক্যারিয়ারের সঙ্গী হয়ে যাওয়া দুর্ভাগ্যজনক চোট কি আর সে স্বপ্ন সহজে পূরণ করতে দিত! শেষ পর্যন্ত সব বাধা পেরিয়েই সান্তোসকে অবনমন থেকে রক্ষা করলেন ব্রাজিলিয়ান সুপারস্টার।

ব্রাজিলের সিরি ‘আ’ লিগের শেষ রাউন্ডে ক্রইজেইরোকে ৩-০ গোলে হারিয়েছে সান্তোস। এই জয়ে ৩৮ ম্যাচ শেষে ৪৭ পয়েন্ট নিয়ে তালিকার ১২ নম্বরে থেকে মৌসুম শেষ করেছে দলটি। অবনমন-জোনে থাকা সিয়েরা স্পোর্টিং ক্লাবের চেয়ে ৪ পয়েন্ট বেশি থাকায় নিশ্চিত হয়েছে, সান্তোসের অবনমন হচ্ছে না।


বিজ্ঞাপন


ফর্মে থাকা নেইমার আগের দুই ম্যাচে পাঁচ গোলের অবদান রাখলেও আজ গোল বা অ্যাসিস্ট কোনোই পাননি। তবে আসল কাজটি তিনি আগেই করে রেখেছিলেন, চোট নিয়েও আগের ম্যাচে হ্যাটট্রিক করে দলকে বাঁচানোর বড় ভূমিকা রাখেন। 

ম্যাচ শেষে ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড জানান, ‘আমি এ জন্যই এসেছি, যতটা সম্ভব সাহায্য করতে। আমার জন্য সবশেষ কয়েক সপ্তাহ কঠিন ছিল। যারা আমার পাশে ছিল, তাদের প্রতি কৃতজ্ঞ। তারা না থাকলে, এই চোটাক্রান্ত হাঁটুর কারণে আমি এই ম্যাচগুলো খেলতে পারতাম না। এখন আমার বিশ্রাম প্রয়োজন এবং তারপর হাঁটুর সার্জারি হবে।’

২০২৬ বিশ্বকাপ নিয়ে নেইমারের আত্মবিশ্বাস এখনো কমেনি। তিনি আশা করছেন, পুরোপুরি ফিট হয়ে ব্রাজিলের স্কোয়াডে জায়গা পাবেন। তবে কোচ কার্লো আনচেলোত্তি আগেই জানিয়ে দিয়েছেন- দলে সুযোগ পাবেন কেবল শতভাগ ফিট খেলোয়াড়রাই।

অন্যদিকে, আগে থেকেই নিশ্চিত হয়েছে লিগ চ্যাম্পিয়ন। সিয়েরাকে ১-০ গোলে হারিয়ে নবমবারের মতো ব্রাজিলের সিরি ‘আ’ শিরোপা জিতেছে ফ্লামেঙ্গো। গত মাসেই তারা কোপা লিবার্তাদোরেস জিতে মহাদেশীয় শ্রেষ্ঠত্বও অর্জন করে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর