ক্রিকেট মাঠে দুরন্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে দুইটি সেঞ্চুরি ও একটি হাফসেঞ্চুরি হাঁকিয়ে জিতেছেন সিরিজ সেরার পুরস্কার। ঠিক এই উজ্জ্বল সময়েই মাঠের বাইরে আরেকটি বড় সিদ্ধান্ত নিলেন টিম ইন্ডিয়ার এই তারকা ব্যাটার।
বিরাট ঘোষণা করলেন, তিনি নতুন স্পোর্টসওয়্যার স্টার্টআপ অ্যাজিলিটাস স্পোর্টসের সঙ্গে হাত মিলিয়েছেন। শুধু ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেই নয়, বিনিয়োগকারী হিসেবেও যুক্ত হচ্ছেন তিনি। জানা গিয়েছে, সংস্থার ১.৯৪ শতাংশ শেয়ার থাকবে বিরাটের দখলে।
বিজ্ঞাপন
দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষ করে রোববার লন্ডনের উদ্দেশ্যে রওনা দেন বিরাট। তারপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের নতুন স্টার্টআপ-ইনিংসের ঘোষণা দেন বিশ্ব ক্রিকেটের ‘কিং’।
২০১৭ সালে পুমার সঙ্গে ১১০ কোটি টাকার চুক্তি করেছিলেন বিরাট। সেই চুক্তি শেষ হওয়ার পর নতুন করে ৩০০ কোটি টাকার বিশাল অফার দেয় পুমা। কিন্তু সেই প্রস্তাব গ্রহণ না করে তিনি বেছে নিলেন ভারতীয় উদ্যোক্তাদের তৈরি এই নতুন স্টার্টআপ অ্যাজিলিটাসকে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে কোহলি জানিয়েছেন, 'এই উদ্যোগ সম্পর্কে প্রথম শুনেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম। যারা এই সংস্থার সঙ্গে রয়েছেন এবং যেভাবে তারা কাজ করতে চান, তাতে আমার মনে হয়েছে এটি একটি দুর্দান্ত উদ্যোগ।'
এদিকে বিরাটের জনপ্রিয় ব্র্যান্ড ওয়ান-৮ এর পণ্যও বিক্রি হবে অ্যাজিলিটাস স্পোর্টসের বাণিজ্যিক কৌশলের মাধ্যমে। ফলে সাধারণ মানুষের কাছে আরও সহজে পৌঁছবে ওয়ান-৮ এর পোশাক ও অ্যাক্সেসরিজ।
এই স্টার্টআপের প্রতিষ্ঠাতা হলেন অভিষেক গঙ্গোপাধ্যায়, যিনি ভারত ও দক্ষিণ–পূর্ব এশিয়ায় পুমার প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর ছিলেন। তাঁর অভিজ্ঞতা ও ভাবনায় আস্থা রেখেই বিরাট এই নতুন ইনিংস শুরু করলেন।

