images

স্পোর্টস / ক্রিকেট

পাকিস্তানকে হোয়াইটওয়াশের লক্ষ্যে যে একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

২৪ জুলাই ২০২৫, ০১:৫৯ পিএম

দুই মাস আগেই পাকিস্তান সফরে গিয়ে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। তবে ঘরের মাঠে বদলা নেওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছে টাইগাররা। তিন ম্যাচের সিরিজে প্রথম দুই ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে লিটন দাসের দল।

আজ মিরপুর স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ। লক্ষ্য এবার পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়া।

আরও পড়ুন- না ফেরার দেশে সাবেক টাইগার উইকেটরক্ষক-ব্যাটার

আরও পড়ুন- পাকিস্তান-অস্ট্রেলিয়ার সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ

সিরিজের প্রথম ম্যাচে দারুণ বোলিং করেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। পাকিস্তানকে ১৯.৩ ওভারে মাত্র ১১০ রানে অলআউট করে দেয় বাংলাদেশ। এরপর ২৭ বল ও ৭ উইকেট হাতে রেখে সহজেই জয় তুলে নেয় স্বাগতিকরা।

দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৩৩ রানে অলআউট হয় বাংলাদেশ। তবে দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে ১২৫ রানে থামিয়ে ৮ রানের জয় তুলে নেয় টাইগাররা, নিশ্চিত করে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়।

আরও পড়ুন- এশিয়ান কাপের ড্র পট চূড়ান্ত, বাংলাদেশের সঙ্গে আছে যারা

আরও পড়ুন-‘ভারতের সঙ্গে সম্পর্ক এখনো খুব ভালো’

এখন বাংলাদেশের সামনে ১৯৯২ সালের বিশ্বকাপজয়ী শক্তিশালী পাকিস্তান দলকে হোয়াইটওয়াশ করার ঐতিহাসিক সুযোগ। সে লক্ষ্যেই শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ।

সর্বশেষ ম্যাচে একাদশের বাইরে থাকা তরুণ ওপেনার তানজিদ হাসান তামিমকে সুযোগ দেওয়া হতে পারে। এতে একাদশ থেকে বাদ পড়তে পারেন নাঈম শেখ। এছাড়া একাদশে তাসকিন আহমেদকেও দেখা যেতে পারে আজকের ম্যাচে।

আরও পড়ুন-নিষেধাজ্ঞার মুখে মেসি

অন্যদিকে পাকিস্তান মরিয়া সম্মান রক্ষার জন্য। হোয়াইটওয়াশ এড়াতে তাদেরও একাদশে পরিবর্তন আনার সম্ভাবনা রয়েছে।

পরিসংখ্যানের হিসাবে এখন পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে ২৪টি টি-টোয়েন্টি ম্যাচে। যেখানে মাত্র ৫টি জিতেছে বাংলাদেশ, আর ১৯টি জয় পাকিস্তানের।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: পারভেজ হোসেন ইমন, লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, শামীম হোসেন, মাহেদি হাসান, তৌহিদ হৃদয়, জাকের আলি, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান