বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক উইকেটরক্ষক-ব্যাটার মীর বেলায়েত হোসেন আর নেই। বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় ময়মনসিংহে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তার মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গভীর শোক প্রকাশ করেছে।
আরও পড়ুন- এশিয়ান কাপের ড্র পট চূড়ান্ত, বাংলাদেশের সঙ্গে আছে যারা
বিজ্ঞাপন
আরও পড়ুন-নিষেধাজ্ঞার মুখে মেসি
মীর বেলায়েত ১৯৭৭ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলেছেন। ১৯৭৯ সালের আইসিসি ট্রফিতেও অংশ নেন তিনি। আবাহনী, কালাবাগান, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক ও ধানমণ্ডি ক্লাবের হয়ে খেলেছেন। জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে প্রতিনিধিত্ব করেছেন ময়মনসিংহ জেলার হয়ে।
আরও পড়ুন- পাকিস্তান-অস্ট্রেলিয়ার সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ
আরও পড়ুন-‘ভারতের সঙ্গে সম্পর্ক এখনো খুব ভালো’
বিজ্ঞাপন
ক্রিকেটার হিসেবে ক্যারিয়ার শেষ হলেও তিনি খেলাধুলার সঙ্গ ছাড়েননি। বিসিবির ম্যাচ রেফারি হিসেবে ৭৯টি প্রথম শ্রেণির, ৮১টি লিস্ট-এ ও ১টি টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেছেন। এছাড়া বিসিবির একজন আঞ্চলিক উন্নয়ন ব্যবস্থাপক হিসেবেও কাজ করেছেন তিনি।
তার মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে।

