রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে পারবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪ জুলাই ২০২৫, ১১:১৩ এএম

শেয়ার করুন:

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে পারবে বাংলাদেশ

প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। এই ম্যাচ জিতলে পাকিস্তানকে ইতিহাসে প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করার সুযোগ পাচ্ছে লিটন দাসের নেতৃত্বাধীন টাইগাররা।

সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছিল ৭ উইকেটে, দ্বিতীয় ম্যাচে জয় এসেছে ৮ রানের ব্যবধানে। আজকের ম্যাচে জিতলেই তিন ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে জয়ের স্বাদ পাবে টাইগার বাহিনী।


বিজ্ঞাপন


এর আগে কখনোই একাধিক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের বিপক্ষে জিততে পারেনি বাংলাদেশ। সবশেষ ২০১৫ সালে একমাত্র টি-টোয়েন্টিতে জয় পেয়েছিল টাইগাররা। তাই আজ জয় পেলে গড়া হবে নতুন ইতিহাস।

এদিকে মিরপুরের উইকেট নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। সিরিজের ম্যাচগুলোতে রান তুলতে কষ্ট হয়েছে দুই দলের ব্যাটারদেরই। পাকিস্তানি খেলোয়াড় ও কোচরা উইকেট নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। কোচ মাইক হেসন প্রশ্ন তুলেছেন, বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এমন ধীরগতির উইকেট কতটা কার্যকর?

তবে সাবেক তারকা ক্রিকেটার শোয়েব আখতার, রমিজ রাজা ও বাসিত আলি মিরপুরের উইকেটের পক্ষে কথা বলেছেন। তারা বলছেন, আন্তর্জাতিক ক্রিকেটে উইকেট যেমনই হোক, সেটির সঙ্গে মানিয়ে নিতে হবে।

টাইগারদের লক্ষ্য এখন পরিষ্কার, ইতিহাস গড়া হোয়াইটওয়াশ। অন্যদিকে পাকিস্তান মরিয়া, অন্তত শেষ ম্যাচ জিতে সম্মান রক্ষা করতে। সব মিলিয়ে আজ সন্ধ্যায় মিরপুরে আরেকটি উত্তেজনাপূর্ণ ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেটভক্তরা।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর