স্পোর্টস ডেস্ক
২৩ জুলাই ২০২৫, ০১:৩২ পিএম
টানা দুই ম্যাচে হেরে বাংলাদেশের কাছে টি-টোয়েন্টি সিরিজ হাতছাড়া করেছে পাকিস্তান। এই হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা দলটির ব্যর্থতায় ক্ষোভ প্রকাশ করেছেন। সমালোচনায় মুখর হয়েছেন অনেকেই, যাদের একজন সাবেক ক্রিকেটার বাসিত আলী।
গতকাল মিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে আগে ব্যাট করে বাংলাদেশ করে ১৩৩ রান। জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধস নামে পাকিস্তানের। মাত্র ১৫ রানের মধ্যে নেই ৫ উইকেট! বাংলাদেশের শরীফুল ইসলাম ও তানজিম সাকিবদের দুর্দান্ত বোলিংয়ের সামনে অসহায় ছিল পাকিস্তান ব্যাটিং লাইনআপ।
আরও পড়ুন-‘সবাই আলোচনা করেই ভারতীয়দের পাল্টা জবাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি’
আরও পড়ুন- ‘পাকিস্তানকে শেখাল বাংলাদেশ’
ম্যাচটিতে পাকিস্তানের প্রথম ছয় ব্যাটারের রান ছিল যথাক্রমে ৮, ১, ০, ৯, ০ ও ০। এই হতাশাজনক স্কোর নিয়ে কটাক্ষ করেন বাসিত আলী। মজার ছলে বলেন, ‘একটা ফোন নাম্বার বলি ৮১০৯০০। এটা আমার নাম্বার না, এটা পাকিস্তানের টপ অর্ডারের রান!’
এ সংখ্যাটি গুগলে খোঁজ করলেই দেখা যায়, এটি চীনের হাইডং শহরের পোস্টাল কোড। এই তথ্য সামনে এনে বাসিত আলী আরও বলেন, ‘বাংলাদেশ টস হেরে আগে ব্যাট করে ১৩৩ রান করেছে, দুইশ রানের চেয়ে ৬৭ কম! তবুও পাকিস্তান ম্যাচটা জিততে পারল না। বাংলাদেশ আমাদের আয়না দেখিয়ে দিয়েছে। সত্যিই লজ্জার বিষয়।’
আরও পড়ুন- ‘দর্শকরা যেই অর্থ খরচ করেছেন, তা সার্থক হয়েছে’
তিনি আরও বলেন, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহীন আফ্রিদি ছাড়া পাকিস্তান দল গড়া কঠিন। ব্যাটিং এমন দুর্বল যে, টি-টোয়েন্টি আর ওয়ানডেতেও দুই ইনিংস ব্যাটিংয়ের নিয়ম চালু করা উচিত পাকিস্তানের জন্য, এমন মন্তব্যও করেন তিনি।
তবে শুধু সমালোচনায় থেমে থাকেননি বাসিত আলী। প্রশংসা করেছেন বাংলাদেশ দলেরও। তার ভাষায়, ‘বাংলাদেশ দুর্দান্ত খেলেছে। ১৩৩ রান যেভাবে তারা ডিফেন্ড করেছে, পুরো কৃতিত্ব তাদেরই। এটা তাদের প্রাপ্য জয়। বাংলাদেশের সবাইকে অভিনন্দন। আপনারা ভালো ক্রিকেট খেলেছেন এবং আমাদের আয়না দেখিয়ে দিয়েছেন।’