রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘সবাই আলোচনা করেই ভারতীয়দের পাল্টা জবাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২ জুলাই ২০২৫, ০২:৪৩ পিএম

শেয়ার করুন:

‘সবাই আলোচনা করেই ভারতীয়দের পালটা জবাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি’

লর্ডস টেস্টে ভারতের বিপক্ষে রোমাঞ্চকর ২২ রানের জয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে ইংল্যান্ড। ম্যাচটিতে উত্তেজনা, স্লেজিং আর রুদ্ধশ্বাস নাটক- সব মিলিয়ে চূড়ান্ত রকমের টানটান এক লড়াই হয়েছে। সেই উত্তেজনার ভেতরেই নাকি মজা পেয়েছেন ইংলিশ ব্যাটার হ্যারি ব্রুক! 

ম্যাচ চলাকালীন দুই দলের খেলোয়াড়দের মধ্যে বেশ কয়েকবার তুমুল উত্তেজনা ছড়ায়। ভারতের অধিনায়ক শুভমান গিল ইংল্যান্ড ব্যাটারদের দিকে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে তালি দিয়েছেন সময় নষ্টের অভিযোগে, আর পেসার মোহাম্মদ সিরাজ আউট করার পর মুখের ওপর গর্জে উঠেছেন বেন ডাকেটের দিকে তাকিয়ে।


বিজ্ঞাপন


আরও পড়ুন-‘ভারত যা করেছে, পাকিস্তান তা ভুলবে না’

আরও পড়ুন-উত্তরায় বিমান বিধ্বস্ত- শোক জানালেন পাকিস্তানের তারকা ক্রিকেটার

এইসব কাণ্ডের প্রতিক্রিয়ায় ইংল্যান্ড দলের পক্ষ থেকেও জবাব দেওয়া হয়, জানালেন ব্রুক। ম্যাচের তৃতীয় দিন শেষে জসপ্রিত বুমরার এক ওভারের সময় ডাকেট আর জ্যাক ক্রলির সঙ্গে ভারতীয় খেলোয়াড়দের উত্তপ্ত বাক্য বিনিময়ের পর, ইংলিশরা সিদ্ধান্ত নেয় পাল্টা কিছু করা দরকার।

"আমরা একটু আলাপ করলাম, তারপর ভাবলাম- আমরা একটা দল, আমাদের একসাথে থেকেই ওদেরকে জবাব দেওয়া উচিত," সোমবার সাংবাদিকদের বলছিলেন ব্রুক।


বিজ্ঞাপন


Screenshot_2025-07-22_144402

ব্রুক আরও বলেন, “অনেকেই আমাকে এসে বলেছে, দারুণ লেগেছে ম্যাচটা দেখতে। যখন আমরা ফিল্ডিং করছিলাম, তখন মনে হচ্ছিল যেন ১১ জন একসাথে খেলছে দুই জনের বিরুদ্ধে। দারুণ মজা হয়েছে... ক্লান্তিকর ছিল ঠিকই, কিন্তু ফিল্ডিং করতে গিয়েও মজা পেয়েছি।”

আরও পড়ুন-উত্তরায় বিমান বিধ্বস্ত, যে অনুরোধ জানালেন তামিম ইকবাল

আরও পড়ুন-উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় ভেঙে পড়েছেন মাশরাফিরা

এই সিরিজে অসাধারণ ছন্দে আছেন ব্রুক। প্রথম টেস্টে এক রানের জন্য সেঞ্চুরি মিস করার পর, দ্বিতীয় টেস্টে শতরান করেন তিনি। তবে তার মতে, সিরিজ এখনো শেষ হয়ে যায়নি। চতুর্থ টেস্ট শুরু হবে বুধবার, ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে। 

"ভারত খুবই শক্তিশালী দল, তারা যেকোনো সময় ঘুরে দাঁড়াতে পারে... এখন পর্যন্ত প্রতিটি ম্যাচই শেষ ঘণ্টা পর্যন্ত গিয়েছে, যা সচরাচর দেখা যায় না," বলেন ব্রুক। তিনি আরও বলেন, "অনেকেই এসে আমাকে বলেছে, এই সিরিজটা দারুণ জমেছে। সবাই বলেছে লর্ডস টেস্টটা তারা জীবনে দেখা সেরা ম্যাচগুলোর একটি।"

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর