images

স্পোর্টস / ক্রিকেট

লাইসেন্স নেই, তবু ব্যাটম্যানের গাড়ি কিনতে কত কোটি খরচ করলেন নেইমার?

স্পোর্টস ডেস্ক

২৩ জুলাই ২০২৫, ১২:৪৭ পিএম

ফুটবল মাঠে যেমন জাদু দেখান পায়ে, মাঠের বাইরে তিনিই যেন বাস্তবের ব্যাটম্যান! হ্যাঁ, কথা হচ্ছে ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার জুনিয়রের। বিশ্বের অন্যতম দামি ফুটবলার এবার আলোচনায় এসেছেন এক অনন্য ও অভিনব কেনাকাটার জন্য। তিনি কিনেছেন সিনেমার সেই বিখ্যাত ব্যাটমোবাইল। তাও কোনও সাধারণ মডেল নয়, বরং 'ব্যাটম্যান' সিনেমার আসল টাম্বলারের হুবহু রেপ্লিকা। এমনটায় জানায় মার্কার এক প্রতিবেদনে। 

ক্রিস্টোফার নোলানের পরিচালনায় নির্মিত ‘ব্যাটম্যান বিগিনস’, ‘দ্য ডার্ক নাইট’ ও ‘দ্য ডার্ক নাইট রাইজেস’ সিনেমায় ব্যাটম্যান যে গাড়ি চালাতেন, সেটিই ছিল টাম্বলার ব্যাটমোবাইল। সেই গাড়ির একটি রেপ্লিকা নেইমারের গ্যারাজে এখন জায়গা করে নিয়েছে। যার দাম প্রায় ১৫ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ১৮ কোটি টাকা)।

আরও পড়ুন- ফেরারি-ল্যাম্বরগিনি থেকে শুরু করে রোনালদোর সংগ্রহে যত দামি গাড়ি

ওয়ার্নার ব্রাদার্স ব্যাটম্যান চরিত্রের ৮৫ বছর পূর্তি উপলক্ষে মাত্র ১০টি বিশেষ ব্যাটমোবাইল বানিয়েছিল। নেইমারের কেনা গাড়িটি তারই একটি। গাড়িটি তৈরি হয়েছে স্টিলের ফ্রেম, কার্বন ফাইবার ও কেভলার দিয়ে। এতে রয়েছে ৬.২ লিটার ভি৮ ইঞ্জিন যা থেকে পাওয়া যায় ৫২৫ হর্সপাওয়ার শক্তি।

আরও পড়ুন- রোনালদোর ঘড়ি দিয়ে কেনা যাবে ১০টি ফ্ল্যাট, কত তার দাম?

neymar_car_batman
ক্রিস্টোফার নোলানের ব্যাটম্যান ট্রিলজির ব্যাটমোবাইল টাম্বলারের একটি প্রতিরূপ

তবে আফসোসের বিষয়, এই গাড়ি ইউরোপের রাস্তায় চালানো যাবে না। কারণ এটি কোনও সাধারণ সড়ক অনুমোদনপ্রাপ্ত যান নয়। ফলে এটি থাকবে নেইমারের বিলাসবহুল গ্যারাজে, যেখানে আগে থেকেই রয়েছে অডি R8, ফারারি পুড়োসাঙ্গু, ল্যাম্বরগিনি হুরাকান, অ্যাস্টন মার্টিন DBX, বেন্টলি কনটিনেন্টাল GT সহ একাধিক দামী গাড়ি।

আরও পড়ুন- রোনালদোর সংগ্রহে বিশ্বের যত ব্র্যান্ডের দামি ঘড়ি

নেইমার শুধু ব্যাটমোবাইল কেনেননি, বরং তিনি ব্যাটম্যানের বড় ফ্যান। তার পিঠে ব্যাটম্যানের প্রতীক ট্যাটু করা আছে। ২০২২ সালে ‘দ্য ব্যাটম্যান’ সিনেমার প্রিমিয়ারে অংশ নিয়ে তিনি রবার্ট প্যাটিনসনের ব্যাটমোবাইলেও চড়েছেন।

batmobile_car_neymar

উল্লেখ্য, নেইমারের বর্তমান সম্পদের পরিমাণ আনুমানিক ৩৫০ মিলিয়ন ডলার। পিএসজিতে খেলার সময় বছরে ৭৮ মিলিয়ন ডলার আয় করতেন। পাশাপাশি ব্র্যান্ড প্রোমোশন, বোনাস মিলিয়ে আরও ২০–৪০ মিলিয়ন ডলার পেতেন। সৌদি ক্লাব আল হিলালে চুক্তির পর তার বাৎসরিক আয় দাঁড়ায় প্রায় ১৬৩.৭ মিলিয়ন ডলার, যদিও চুক্তি ভেঙে তিনি প্রায় ১১৫ মিলিয়ন ডলার পান।

তিনি পুমা, প্যানাসনিক, রেড বুল ও বিটসের মতো ব্র্যান্ডের সঙ্গে কাজ করে আরও কয়েক কোটি ডলার উপার্জন করেছেন। নেইমারের সংগ্রহে রয়েছে দুবাইয়ে ৫০ মিলিয়ন ডলারের পেন্টহাউস, মিয়ামিতে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, এমনকি ব্রাজিলে একটি ব্যক্তিগত দ্বীপও।