রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রোনালদোর সংগ্রহে বিশ্বের যত ব্র্যান্ডের দামি ঘড়ি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪ মে ২০২৫, ১০:০১ এএম

শেয়ার করুন:

রোনালদোর সংগ্রহে বিশ্বের যত ব্র্যান্ডের দামি ঘড়ি

ক্রিশ্চিয়ানো রোনালদোর পায়ে যে জাদু আছে তা তো সবার জানা। পর্তুগীজ মহাতারকার পায়ের জাদুতে ঝলমল করে ওঠে পুরো বিশ্ব। তবে সিআরসেভেনের হাতও কিন্তু কম চকচকে নয়। যে হাতে শোভা ছড়ায় বিশ্বের নানা বিখ্যাত ব্র্যান্ডের দারুণ সব ঘড়ি। আর এসব ঘড়ির দাম শুনলে চোখ কপালে ওঠতে বাধ্য। 

চলুন জেনে নেওয়া যাক রোনালদোর সংগ্রহে আছে কি কি ঘড়ি: 


বিজ্ঞাপন


১. বুগাটি চিরন টারবিয়ন

পায়ের জাদুতে প্রায় দুই দশক ধরে বিশ্ব ফুটবলে রাজত্ব করছেন রোনালদো। পর্তুগীজ মহাতারকার আছে গাড়ির নেশাও। বিশ্বের নামীদামী সব ব্র্যান্ডের বিলাসবহুল সব গাড়ি আছে তার গ্যারেজে। এরই মধ্যে একটি বুগাটি চিরন। এই বুগাটি চিরন থেকে অনুপ্রাণিত হয়েই নিজের জন্য একটি ঘড়িও বানিয়ে নিয়েছেন রোনালদো। বিখ্যাত ঘড়ি নির্মাতা কোম্পানি জ্যাকব এন্ড কোং থেকে এই ঘড়ি নিয়েছেন তিনি।

cr7-bugatti-watch-1

বুগাটি চিরন গাড়ির মতোই ঘড়িটিও কালো আর রূপালি রংয়ের মিশেলে তৈরি। ঘড়ির ভেতরের যন্ত্রাংশও আবার বিগাটি চিরনের ইন্নজিনের অনুকরণেই তৈরি। এছাড়া ঘড়িটিতে আছে ৪০০ মূল্যবান পাথর যার মধ্যে ২৩২টি ডায়মন্ড, ১০৯টি ব্ল্যাক স্যাফায়ার।


বিজ্ঞাপন


আরও পড়ুন- রোনালদোর ঘড়ি দিয়ে কেনা যাবে ১০টি ফ্ল্যাট, কত তার দাম?

ঘড়িটির দামও কিন্তু বেশ চড়া। এই ঘড়িটির জন্য গুণতে হবে ১ মিলিয়ন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ কোটি টাকার উপরে।  

২. জ্যাকব এন্ড কোং- গ্র্যান্ড বাগেট ডায়মন্ড

রোনালদোর আরও একটি দামি ঘড়িও জ্যাকব এন্ড কোংয়েরই তৈরি। এর নাম গ্র্যান্ড বাগেট ডায়মন্ড। এটি একটি লিমিটেড এডিশন ওয়াচ যা আছে বিশ্বের কেবল ৬ জন্য মানুষের কাছে। এই ছয়জনের একজন রোনালদো। ১৮ ক্যারেটের স্বর্ণের সাথে এ ঘড়িতে আছে ৭৬১টি বাগেট ডায়মন্ড।

Cristiano-Ronaldo-Watch-Collection-Ronaldo-watch-Jacob-Co

ঘড়িটিতে বিশ্বের ৫টি ভিন্ন টাইমজোনের সময় দেখা যায়। এই ঘড়িটির দামও ১ মিলিয়ন ডলার বা ১০ কোটি টাকার উপরে।

৩. হাবলো এমপি-০৯ টুরবিয়ন বাই-অ্যাক্সিস কিং গোল্ড

হাবলো’র এই চমৎকার ঘড়িটি রোনালদোর কালেকশনে অন্যতম। অত্যন্ত জটিল ডিজাইনের এই ঘড়িটি ১৮ ক্যারেট কিং গোল্ডে তৈরি। আছে ডাবল অ্যাক্সিস টুরবিয়ন, যা সময়ের নিখুঁত হিসাব রাখে। এর বাজারমূল্য প্রায় ১০ লাখ ডলার, অর্থাৎ ১১ কোটি টাকার কাছাকাছি! এর দাম ১১ কোটি টাকার কাছাকাছি।

আরও পড়ুন- ফেরারি-ল্যাম্বরগিনি থেকে শুরু করে রোনালদোর সংগ্রহে যত দামি গাড়ি

122746887_124257945888445_8364173439904054233_n

৪. ফ্র্যাঙ্ক মুলার ইনভিসিবল বাগেট ডায়মন্ড টারবিয়ন

বিশ্বের সবচেয়ে দামি ঘড়ির তালিকায় থাকা এই ঘড়িটিও রোনালদোর সংগ্রহে রয়েছে। ঘড়িটি হিরের ঝলকানিতে মোড়ানো। প্রতিটি হিরে নিখুঁতভাবে সেট করা, আর এই ঘড়ির সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো—'ইনভিজিবল সেটিং'। দাম দাঁড়ায় ৭ কোটি টাকারও বেশি। এই ঘড়ির দাম ১১ কোটি টাকার কাছাকাছি!

268129829_276946914462897_40849198676046238_n

৫. রোলেক্স জিএমটি মাস্টার আইস

এই রোলেক্স মডেলটি ঘড়ির দুনিয়ায় এক বিলাসবহুল বিস্ময়। সম্পূর্ণ হোয়াইট গোল্ড দিয়ে তৈরি এবং ঘড়ির পুরো বডি ও স্ট্র্যাপে বসানো রয়েছে অসংখ্য হিরে। রোনালদো একাধিকবার এটি পরে ক্যামেরায় ধরা দিয়েছেন। দাম? ৪ থেকে ৫ কোটি টাকা!

116519837_293621588630897_8935105450642196713_n-2-600x435

৬. জ্যাকব এন্ড কোং সেরোভিট

এ ব্র্যান্ডের সাথে দীর্ঘদিন ধরে যুক্ত আছেন রোনালদো, রোনালদোর স্মরণে বেশ কয়েকটি মডেলের হাতঘড়ি বাজারে এনেছে তারা। এর মধ্যে উল্লেখ্যযোগ্য সবুজ রঙয়ের স্যারোভিট। কাতার বিশ্বকাপের পর সিআরসেভেন যখন সৌদি ক্লাব আল নাসরে যোগ দেন তখন তার জন্য এই ঘড়ি বানিয়েছিল জ্যাকব এন্ড কোং। সৌদিতে রোনালদোর যাত্রা স্মরণীয় করে রাখতেই সবুজ রং ছিল ঘড়িটির। সে যাই হোক, এ ঘড়ির দাম জানলে অবাক হয়ে যাবে যে কেউ।

cr7777-20230619152708

এমার‍্যাল্ড এর চেয়েও ২০০ গুণ বেশি দুর্লভ এই মহামূল্যবান রত্ন পাথরে নির্মিত এ ঘড়ির দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ কোটি ৫০ লক্ষ টাকার কাছাকাছি। দামী পাথর ছাড়াও এ ঘড়িতে ব্যবহার করা হয়েছে স্বর্ণ এবং সর্বাধুনিক প্রযুক্তি। সৌদি আরবে যাবার পথে নিজের জেট বিমানে বসে এ ঘড়ি পরিহিত একটি ছবি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছিলেন রোনালদো।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর