রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফেরারি-ল্যাম্বরগিনি থেকে শুরু করে রোনালদোর সংগ্রহে যত দামি গাড়ি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৫, ০৫:৩৬ পিএম

শেয়ার করুন:

ফেরারি-ল্যাম্বরগিনি থেকে শুরু করে রোনালদোর সংগ্রহে আছে যত দামি গাড়ি

ফুটবল মাঠে যেমন তিনি কিংবদন্তি, তেমনি গ্যারাজেও ক্রিশ্চিয়ানো রোনালদো এক অনন্য নাম। বিশ্বের অন্যতম ধনী ক্রীড়াবিদ হিসেবে, রোনালদোর গাড়ির সংগ্রহে রয়েছে ২০টিরও বেশি বিলাসবহুল ও সুপারকার। এই সংগ্রহে রয়েছে বিরলতম ও দামী গাড়ির মডেল, যা যে কোনো গাড়ি প্রেমীর স্বপ্ন।

বুগাটি ত্রয়ী: রোনালদোর গ্যারাজের মুকুট
রোনালদোর গাড়ির সংগ্রহে সবচেয়ে দামী গাড়ি হলো বুগাটি সেন্টোদিওসি, যার মূল্য প্রায় ৯.৯ মিলিয়ন ডলার। বিশ্বে মাত্র ১০টি তৈরি হয়েছে এই মডেল। এছাড়াও রয়েছে বুগাটি চিরন (২.১৫ মিলিয়ন ডলার) ও বুগাটি ভেরন (১.৭ মিলিয়ন ডলার)। এই তিনটি বুগাটি মিলে তার সংগ্রহের সবচেয়ে মূল্যবান অংশ।


বিজ্ঞাপন


16790178_1246225052133841_1252338525651599360_n-1080x570

113101412

রোলস-রয়েসের
রোনালদোর সংগ্রহে রয়েছে দুটি রোলস-রয়েস: ফ্যান্টম মডেলের রোলস রয়েসটির দাম ৪ লাখ ডলার ও কালিনান মডেলটির দাম ৯ লাখ ডলার। এই গাড়িগুলো তার স্টাইল ও বিলাসিতার প্রতীক।​ দুইটি রোলস রয়েসের একটি আবার তার প্রিয়তমা বান্ধবীর কাছ থেকে পুরস্কার হিসেবে পেয়েছেন সিআরসেভেন। 

Cristiano-Ronaldo-rolls-royce


বিজ্ঞাপন


ফেরারি ও ল্যাম্বোরগিনি
ফেরারির তিনটি মডেল রয়েছে রোনালদোর গ্যারাজে: ফেরারি ৫৯৯ জিটিওর দাম ৩.৮৫ লাখ ডলার, এছাড়া ৫৯৯ জিটিবি ফিওরানোর জন্য গুণতে হয় ৩.১ লাখ ডলার। এর সাথে আছে এফ৪৩০ যার দাম ৩ লাখ ডলার। এছাড়াও রয়েছে ল্যাম্বরগিনিi অ্যাভেন্টাডর এলপি ৭০০-৪ যার মূল্য প্রায় ৩.১৮ লাখ ডলার।​

Sun_Instagram_image_download_cristiano_120400jpg-JS421796587

ম্যাকলারেন ও অন্যান্য সুপারকার
রোনালদোর সংগ্রহে রয়েছে ম্যাকলারেন সেনা (১ মিলিয়ন ডলার), যা কিংবদন্তি রেসার আয়রটন সেনার নামে নামকরণ। এছাড়াও রয়েছে অ্যাস্টন মার্টিন, মাসেরাটি,  বিএমডব্লিউ এম-৬, পোর্শের একাধিক মডেলের গাড়ি এবং অডি কিউ৭ ও অদি আর৬এস।

cristiano-ronaldo-with-his-mclaren-senna

SUV ও পারিবারিক গাড়ি
বিলাসবহুল SUV-এর মধ্যে রয়েছে মার্সিডিস ও বেন্টলির একাধিক মডেলের গাড়ি। এছাড়াও রয়েছে রেঞ্জ রোভার ভেলারr, যা তিনি পারিবারিক ভ্রমণের জন্য ব্যবহার করেন।​

ক্রিশ্চিয়ানো রোনালদোর গাড়ির সংগ্রহ শুধু বিলাসিতা নয়, এটি তার সাফল্য, স্টাইল ও ব্যক্তিত্বের প্রতিফলন। ফুটবল মাঠে যেমন তিনি অনন্য, তেমনি গাড়ির জগতে তার সংগ্রহও অনন্য ও ঈর্ষণীয়।

Cristiano-Ronaldo

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর