images

স্পোর্টস / ক্রিকেট

৫১ বলে ১৯ ছক্কায় ১৫১ রান করে কিউই ব্যাটারের ইতিহাস

স্পোর্টস ডেস্ক

১৩ জুন ২০২৫, ১১:৫৫ এএম

২০২৫ মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) প্রথম ম্যাচেই ইতিহাস গড়লেন নিউজিল্যান্ডের বিধ্বংসী ওপেনার ফিন অ্যালেন। সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের হয়ে ওয়াশিংটন ফ্রিডমের বিপক্ষে ৫১ বলে হাঁকালেন ১৫১ রানের বিস্ফোরক ইনিংস। ওকল্যান্ডে শুক্রবার (১৩ জুন) এই ইনিংসে তিনি একাই গড়েছেন একাধিক ব্যক্তিগত ও দলীয় রেকর্ড।

এই ইনিংসে অ্যালেন মেরেছেন ১৯টি ছক্কা এবং মাত্র ৫টি চার। এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড এখন তার দখলে। আগের রেকর্ডটি ছিল সাহিল চৌহানের, ২০২৪ সালে সাইপ্রাসের বিপক্ষে এস্টোনিয়ার হয়ে ১৮টি ছক্কা হাঁকিয়েছিলেন তিনি। শুধু তাই নয়, এমএলসির ইতিহাসেও এটি এখন সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস, যেখানে অ্যালেন পেছনে ফেলেছেন নিকোলাস পুরানকে। ২০২৩ সালে ডালাসে সিয়াটল ওর্কাসের বিপক্ষে এমআই নিউ ইয়র্কের হয়ে পুরান করেছিলেন অপরাজিত ১৩৭।

আরও পড়ুন- বিমান দুর্ঘটনায় প্রাণ হারানো সেই কিংবদন্তি ক্রিকেটার

আরও পড়ুন- ২০২৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত করে গাড়ি উপহার পেলেন ফুটবলাররা

দুর্দান্ত শুরু করেছিলেন অ্যালেন। পাওয়ারপ্লেতেই একের পর এক আক্রমণ করে তুলে নেন চারটি ছক্কা ও দুটি বাউন্ডারি। মাত্র ২০ বলে ফিফটি, এরপর আরও ১৪ বলে সেঞ্চুরি, ৩৪ বলে শতক এমএলসি-তে সবচেয়ে দ্রুত শতক হাঁকানোর রেকর্ড গড়েন তিনি, আগের রেকর্ডধারী পুরান করেছিলেন ৪০ বলে।

এই সেঞ্চুরি ছিল নিউজিল্যান্ডের কোনও ব্যাটসম্যানের সবচেয়ে দ্রুততম টি-টোয়েন্টি শতকও। শুধু তাই নয়, মাত্র ৪৯ বলে পৌঁছান ১৫০ রানে, দ্রুততম টি-টোয়েন্টি ১৫০ রানের ইনিংসের রেকর্ডটিও এখন তার দখলে। আগের রেকর্ডটি ছিল দক্ষিণ আফ্রিকার দিওয়াল্ড ব্রেভিসের (৫২ বলে)। এই ইনিংসটি টি-টোয়েন্টি ইতিহাসে ব্যক্তিগতভাবে ১৫তম সর্বোচ্চ স্কোর। 

ফিন অ্যালেনের এই দুর্দান্ত ইনিংস ভর করে সান ফ্রান্সিসকো ইউনিকর্নস তোলে ২৬৯/৫ রানের বিশাল স্কোর। অ্যালেন আউট হন ইনিংসের ১৮তম ওভারে, মিচেল ওউনের বলে। দারুণ এই ইনিংস নিয়ে অ্যালেন বলেন, “শুরুটা ভালো ছিল, নিয়মিত বাউন্ডারি পেয়ে গেছি, কয়েকটা ছোট পার্টনারশিপও হয়েছে, শেষমেশ ভালো একটা স্কোর দাঁড় করাতে পেরেছি। মাঠের বাউন্ডারিগুলো যথেষ্ট বড়, আমাদের সঠিক লাইন-লেন্থে বল করতে হবে, ভালো ফিল্ডিং করতে হবে, তাহলেই এই স্কোর আমরা ডিফেন্ড করতে পারব।”

জবাবে বড় লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু করে ওয়াশিংটন ফ্রিডম। পাওয়ারপ্লে শেষে তাদের সংগ্রহ ছিল ৮৯/১। তবে শেষ পর্যন্ত ১৪৬ রানেই অল আউট হয় দলটি।