গ্রেটেস্ট শো অন আর্থ হিসেবে খ্যাত ফিফা ফুটবল বিশ্বকাপ। ফুটবলের বিশ্বমঞ্চে খেলার স্বপন আছে সব দলেরই। আর প্রথমবারের মত সে স্বপ্ন বাস্তবে পরিণত করেছে উজবেকিস্তান। এশিয়া মহাদেশের বিশ্বকাপ বাছাইয়ে গত ৫ জুন আরব আমিরাতের বিপক্ষে গোলশূন্য ড্র করে উজবেকিস্তান। এই ড্রয়ের ফলেই নিশ্চিত হয় দলটির বিশ্বকাপে খেলা। এদিকে আরব আমিরাতের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল আবুধাবিতে।
ফলে জুবেক ফুটবল সমর্থকরা দলের সঙ্গে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করার আনন্দ ভাগাভাগি করে নিতে পারেননি। তবে বিশ্বকাপে খেলার উচ্ছ্বাস একসাথে প্রকাশ করার আরও বড় উপলক্ষ তৈরি হয়েছিল গতকাল রাতে। রাজধানী তাশখন্দের মিল্লি স্টেডিয়য়ামে গতকাল কাতারের বিপক্ষে মাঠে নেমেছিল উজবেকিস্তান। ঘরের মাঠে এ ম্যাচটি ৩–০ গোলে জিতেছে উজবেকরা। দারুণ এই জয়ের সঙ্গে গতকাল ঘরের মাঠে নিজেদের সমর্থকদের সঙ্গে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করার উদযাপনও সেরেছেন উজবেক ফুটবলাররা।
বিজ্ঞাপন
এদিকে আনন্দ করার পাশাপাশি দামি উপহারও পেয়েছেন জুবেকিস্তানের ফুটবলাররা। বিশ্বকাপে জায়গা নিশ্চিত করতে পারলে দলের সব ফুটবলারকে গাড়ি উপহার দেওয়ার ঘোষণা আগেই দিয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট শাভকাত মিরজিওয়েভ।
পূর্বঘোষণা অনুযায়ী প্রত্যেক খেলোয়াড়কে গতকাল গাড়ি উপহার দেওয়া হয়েছে। উপহার দেওয়া গাড়ি গুলো গতকাল মাঠে এনে সাজিয়েও রাখা হয়েছিল। চীনের শীর্ষস্থানীয় বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডির নির্মিত চ্যাম্পিয়ন গাড়িগুলো গতকালই ফুটবলারদের বুঝিয়ে দেওয়া হয়েছে।
বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে উজবেক কোচ তিমুর কাপাদজে বলেন, ‘আমরা অনেক দূর এসেছি এবং দারুণ ফল পেয়েছি। আমরা আমাদের দেশের সব মানুষকে এবং প্রেসিডেন্টকে অভিনন্দন জানাচ্ছি। এই জয় আমাদের সবার।’