রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিমান দুর্ঘটনায় প্রাণ হারানো সেই কিংবদন্তি ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২ জুন ২০২৫, ০৮:৩৯ পিএম

শেয়ার করুন:

বিমান দুর্ঘটনায় প্রাণ হারানো সেই কিংবদন্তি ক্রিকেটার

২৪২ জন যাত্রী নিয়ে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার একটি বিমান। বিমানটি বিধ্বস্ত হয়েছে আহমেদাবাদের একটি চিকিৎসক হোস্টেলের ওপর। এখনো পর্যন্ত সব যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকাজ চলছে জোরকদমে। গোটা দেশ শোকস্তব্ধ।

এই মর্মান্তিক ঘটনার প্রেক্ষিতে স্মরণ করা হচ্ছে আরেক ভয়ঙ্কর বিমান দুর্ঘটনাকে—যেখানে প্রাণ হারান ক্রিকেট বিশ্বের এক বিতর্কিত কিন্তু কিংবদন্তি চরিত্র, হ্যান্সি ক্রোনিয়ে।


বিজ্ঞাপন


২০০২ সালের ১ জুন, দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক হ্যান্সি ক্রোনিয়ে একটি ছোট কার্গো বিমানে (AirQuarius) যাত্রী হিসেবে ছিলেন। Swaziland থেকে ফিরছিলেন তিনি, তবে নির্ধারিত ফ্লাইট মিস করায় জরুরি ভিত্তিতে বিকল্প ব্যবস্থার সন্ধানে ওই ফ্লাইটে উঠেছিলেন। বিমানটি বিধ্বস্ত হয় দক্ষিণ আফ্রিকার Outeniqua পর্বতমালার Cradock শৃঙ্গে। প্রাণ হারান তিনজন, তাঁদের মধ্যে অন্যতম ছিলেন হ্যান্সি।

ক্রোনিয়ের এই আকস্মিক মৃত্যু শুধু ক্রীড়ামহল নয়, গোটা বিশ্বকে স্তব্ধ করে দিয়েছিল। তবে এই মৃত্যু নিয়ে আজও রয়ে গেছে অনেক প্রশ্ন। কেউ কেউ বলছেন, এটি নিছক দুর্ঘটনা ছিল না, বরং এর পেছনে কোনো ষড়যন্ত্রের ছায়া ছিল।

তাঁর কেরিয়ার যেমন গৌরবময়, তেমনি কলঙ্কিতও। মাত্র ২৪ বছর বয়সে দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের অধিনায়কত্ব গ্রহণ করেন তিনি। তাঁর নেতৃত্বে দল ৫৩টি টেস্ট ম্যাচে অংশ নেয়, যার মধ্যে ২৭টি জয়। তাঁর দক্ষ নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের শক্ত প্রতিপক্ষ হিসেবে প্রতিষ্ঠিত করে।

তবে ২০০০ সালে এক টিভি সাক্ষাৎকারে ও পরে King's Commission-এর সামনে ম্যাচ ফিক্সিংয়ের কথা স্বীকার করে নেন ক্রোনিয়ে। এই স্বীকারোক্তির জেরে তাঁকে আজীবনের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়।


বিজ্ঞাপন


আজকের এই বিমান দুর্ঘটনায় মৃতদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে আবারও উঠে আসে সেই পুরনো স্মৃতি, যেখানে শুধুমাত্র একটি ফ্লাইট মিস করার কারণে বদলে গিয়েছিল একজন কিংবদন্তির জীবন ও মৃত্যু।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর