images

স্পোর্টস / ফুটবল

রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব নিয়ে যা বললেন আলোনসো

স্পোর্টস ডেস্ক

২৬ মে ২০২৫, ০৯:৫৪ পিএম

রিয়াল মাদ্রিদে কার্লো আনচেলত্তি যুগের অবসান হয়েছে। আর অপেক্ষার পালা শেষে লস ব্লাঙ্কোসদের কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন জাবি আলোনসো। এক সময় রিয়ালের হয়ে মাঠে দাপট দেখানো এই ফুটবলারের কাঁধেই এখন আরও একবার দলকে সাফল্যের চূড়ায় নিয়ে যাওয়ার দায়িত্ব। আর এই নতুন দায়িত্ব নিয়েই ক্লাবটিতে নতুন যুগের শুরুর ঘোষণা দিয়েছেন আলোনসো। 

৪৩ বছর বয়সী আলোনসো রোববার তিন বছরের চুক্তিতে সাবেক ক্লাবের দায়িত্ব পান, তিনি কার্লো আনচেলোত্তির স্থলাভিষিক্ত হয়েছেন, যিনি এখন ব্রাজিল জাতীয় দলের কোচের দায়িত্ব নেবেন।

রিয়াল মাদ্রিদের জন্য সদ্য শেষ হওয়া মৌসুমটা মোটেই ভালো কাটেনি। লা লিগা শিরোপা হারিয়েছে বার্সেলোনার কাছে, কোপা দেল রে এবং স্প্যানিশ সুপারকাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে হেরেছে, আর চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে কোয়ার্টার ফাইনালে আর্সেনালের কাছে হেরে।

আরও পড়ুন- আইপিএলের চিয়ারলিডাররা এক ম্যাচে কত টাকা আয় করেন?

আরও পড়ুন- প্রীতি জিনতার দুঃখ মোচন করতে পারেন কেবল রিশাদই!

তবে সোমবার ভ্যালদেবেবাসে মাদ্রিদের ট্রেনিং গ্রাউন্ডে নিজের বক্তব্যে আলোনসো বলেন, “এখন এক নতুন যুগের শুরু। রিয়াল মাদ্রিদের সমর্থকরা রোমাঞ্চিত, তারা দেখতে চায় কিভাবে আমরা এগিয়ে যাব, আর এই ক্লাবের ইতিহাসকে আরও বড় করে তুলব।” আলোনসো বলেন, “এটা এক বিশেষ দিন, আমার জীবনের ক্যালেন্ডারে চিরদিনের জন্য চিহ্নিত হয়ে থাকবে। এখানে ফিরতে পেরে আমি খুব খুশি, এটা আমার ঘরের মতো।”

২০২৩-২৪ মৌসুমে বায়ার লেভারকুজেনের কোচ হিসেবে লিগ ও কাপ ডাবল জেতার পর মাদ্রিদে ফিরে এলেন আলোনসো। আলোনসো আরও বলেন, “আমাদের দলে অসাধারণ খেলোয়াড় আছে, অনেক সম্ভাবনাময় একটা দল। বর্তমানও ভালো, ভবিষ্যতও উজ্জ্বল। এই সম্ভাবনা আমাকে প্রচণ্ড শক্তি আর আশা জোগাচ্ছে। আমি চাই খেলোয়াড়দের সেরাটা বের করে আনতে, আর দারুণ একটা দল গড়ে তুলতে।”

তিনি বলেন, “আমার দৃঢ় বিশ্বাস, আমরা বড় কিছু অর্জন করতে পারব, রিয়াল মাদ্রিদের নামের সঙ্গে যা মানানসই, এই ক্লাবের ইউরোপিয়ান কাপ আর এত বছরের সাফল্যের সঙ্গে যা মানানসই। আমি চাই এমন একটা দল, যারা উচ্ছ্বাস ছড়াবে, এনার্জি দেখাবে, আক্রমণাত্মক ফুটবল খেলবে আর সমর্থকদের সঙ্গে সংযোগ তৈরি করবে।”

আলোনসো তাঁর বক্তব্যে বিশেষভাবে শ্রদ্ধা জানিয়েছেন কার্লো আনচেলোত্তিকে, যিনি রিয়ালে দুই দফায় তিনটি চ্যাম্পিয়ন্স লিগ, দুটি ক্লাব বিশ্বকাপ এবং দুটি লা লিগা শিরোপা জিতিয়েছেন। আনচেলোত্তি রিয়াল আর বায়ার্ন মিউনিখ- দুই ক্লাবেই আলোনসোর কোচ ছিলেন।

আলোনসো বলেন, “কার্লো আমার কোচ ছিলেন, একজন মহান মানুষ, যার প্রভাব আমার ওপর বিশাল। তার দক্ষতা ছাড়া হয়তো আমি আজ এখানে পৌঁছাতেই পারতাম না। আমি এখন তার উত্তরাধিকার বহন করছি, গর্ব আর সম্মানের সঙ্গে।”

আলোনসোর অধীনে রিয়াল মাদ্রিদ নতুন যাত্রা শুরু করবে ১ জুন থেকে, তারপরেই সামনে ফিফা ক্লাব বিশ্বকাপ। এখন দেখার পালা, নতুন কোচের হাত ধরে নতুন যুগে রিয়াল কতটা সফল হতে পারে!