images

স্পোর্টস / ফুটবল

ম্যানসিটি অধ্যায় শেষে নাপোলিতে যাচ্ছেন ডি ব্রুইনা!

স্পোর্টস ডেস্ক

২৫ মে ২০২৫, ০৯:৩৯ পিএম

ইংলিশ প্রিমিয়ার লিগের এবারের মৌসুমটা এবার একেবারেই ভালো যায়নি ম্যানচেস্টার সিটির। লিগ শিরোপা, চ্যাম্পিয়ন্স লিগ সহ সব শিরোপার হারাবার পর এবার সাবেক চ্যাম্পিয়ন দলটিকে ভাবতে হচ্ছে পরের মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জনের জন্য। এদিকে বাজে এই মৌসুম দিয়েই ম্যানসিটিতে নিজের অধ্যায়ের ইতি টানছেন কেভিন ডি ব্রুইনা।

ম্যানসিটিকে ডি ব্রুইনা বিদায় জানিয়েছেন আরও আগেই। ৩৩ বছর বয়সী এই মিডফিল্ডার সিটির হয়ে জিতেছেন ৬টি প্রিমিয়ার লিগ ও একটি চ্যাম্পিয়ন্স লিগ সহ আরও অনেক শিরোপা। সব জয়ের পর এবার বিদায় নিচ্ছেন তিনি।

আরও পড়ুন-
ভারতকে আবারও উড়িয়ে দিয়েও দুঃসংবাদ পাকিস্তানের
‘ভারতকে কখনও হালকাভাবে নেবেন না’
ভারতের টেস্ট অধিনায়ক হয়ে যা বললেন গিল
সাঈদ আনোয়ারের ভারত দহন
মায়ের জন্য ক্যানসার হাসপাতাল গড়ার স্বপ্ন থেকে বিশ্বকাপ জয় ইমরান খানের

এদিকে ম্যানসিটি ছাড়ার পর এখন ফ্রি এজেন্ট হিসেবে আছেন বেলজিয়ান এই মিডফিল্ডার। তার নতুন ঠিকানা কোঠায় হতে চলেছে তা এখনো নিশ্চিত নয়। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্যমতে, তিনি যোগ দিচ্ছেন নাপোলিতে।

ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনের প্রতিবেদন অনুযায়ী, ডি ব্রুইনা ইতিমধ্যেই নিজের পরবর্তী গন্তব্য চূড়ান্ত করে ফেলেছেন এবং এবারের গ্রীষ্মে ফ্রি ট্রান্সফারে ইতালির নতুন সিরি আ চ্যাম্পিয়ন নাপোলির সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু করবেন। 

ডি ব্রুইনাকে পেতে এমএলএসের দল শিকাগো ফায়ারসহ আরও কিছু ক্লাব প্রস্তাব দিলেও তিনি রাজি হননি। ট্রান্সফার বিশ্বখ্যাত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, বেলজিয়ান এই মিডফিল্ডারকে তিন বছরের চুক্তির প্রস্তাব দিয়েছে নাপোলি।

দিয়েগো ম্যারাডোনার স্মৃতিধন্য নাপোলি এবার ইতালিয়ান লিগ সিরি আর চ্যাম্পিয়ন হয়েছে। আর চ্যাম্পিয়ন দলটিই এবার ডি ব্রুইনাকে দলে টানতে চাইছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মৌসুমে হয়তো নাপোলির জার্সিতেই মাঠে নামতে দেখা যাবে ডি ব্রুইনাকে।